আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীপুরে ১২শ’ জামায়াতকর্মীর নামে মামলা

বৃহস্পতিবার বিকেলে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার ও এসআই ফোরকান বাদী হয়ে দায়ের করা দুটি মামলায় জামায়াত-শিবিরের এক হাজার দুইশ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) নাছিরুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
বুধবার বিকেলে হরতাল চলাকালে রায়পুর ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সীমান্তে জামায়াত-শিবিরকর্মীরা লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন ভূঁইয়ার গাড়িতে হামলা এবং ভাংচুর করে।
পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জামায়াত-শিবির। এ সময় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেনসহ ৬ পুলিশ সদস্য এবং শিবিরকর্মীসহ ৩০ জন আহত হয়।
এ ঘটনার পর বুধবার রাতেই রায়পুর থানার ওসি আবুল কাসেম চৌধুরীকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.