আমাদের কথা খুঁজে নিন

   

বানর যখন স্টেশন মাস্টার!

আমি খুব ভাল মেয়ে

জাপানের একটি রেল কোম্পানি আর্থিক দৈন্যদশা থেকে মুক্তি পেতে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে। হিয়োগো প্রদেশের হোজো-চো রেলের যাত্রী বাড়াতে স্টেশন মাস্টার হিসেবে দুই বানরশাবককে নিয়োগ দেয়া হয়েছে। নেহিমে ও রাকান নামে সাত ও তিন মাস বয়সী দুই বানরশাবক ইতিমধ্যে স্টেশন মাস্টার হিসেবে কাজ শুরু করেছে। বানরশাবক দুটিকে স্থানীয় মেয়র স্টেশন মাস্টারের পাশাপাশি বিশেষ অধিবাসীর মর্যাদা দিয়েছেন। কোন পশুকে স্টেশন মাস্টার বানানোর ঘটনা জাপানে এটাই প্রথম নয়। এর আগে ওয়াকামা প্রদেশে কিশি স্টেশনে তামা নামে এক শিল মাছকে স্টেশন মাস্টার করা হয়েছিল যাত্রী আকর্ষণের জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।