আমাদের কথা খুঁজে নিন

   

এক যে ছিলি তুই

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

এক যে ছিলি তুই মনে মনে সঙ্গোপনে রোজ বিকেলে অচীন বনে হাতটা যে তোর ছুঁই স্বপ্ন হয়েই ছিলি মনের ঘরে যতন করে অনেক সাধে মায়ায় ভরে আকাশে পাখ মেলি তোর সাথে যে কত মনে মনে গেছি উড়ে রোজ ঘুরেছি অচীনপুরে স্বপ্ন অবিরত গড়ায় প্রহর মেলা বেশতো ছিলি স্বপ্ন হয়ে গোপন প্রেমের গল্প হয়ে আমার পুতুল খেলা । যেদিন এলি কাছে বললি এসে মুচকি হেসে একটুখানি বসবো পাশে একটু সময় আছে? তারপরেতে বিকেলগুলো কাটতো আমার তোকেই ঘিরে জাল বুনতাম স্বপ্ননীড়ে প্রেম যে হৃদয় ছুঁলো । কাটতো সারা বেলা মান অভিমান তোরই সাথে মনে মনে হাতটি হাতে কাটলো সময় মেলা। হঠাৎ করেই তুই হাত ছাড়িয়ে পথ মাড়িয়ে দললি দুপায় সব হারিয়ে একলা পথেই রই । ভাঙ্গলি অনকে যতন করে নীলচে খামে আটকে রাখা স্বপ্নে আমার দুচোখ আঁকা তখন জলে ভরে । সেই পালালি যখন দুর বহুদুর আমায় ফেলে একলা থাকার পাপড়ি মেলে শূন্য তখন এ মন । বেশতো ছিলাম এই এ পারে বেশতো ছিল একলা থাকা আরো ছিল স্বপ্ন আঁকা সবুজ ঝিলের ধারে । আজ কেন মন হচ্ছে উদাস সকাল বিকাল নিরবধি ভাবছি তোকে আজ অবধি ভাবছি বার মাস । আজ অবেলায় কাজের মাঝে পরছে তোকে ভীষন মনে আছিসযে তুই খুব যতনে অস্তে যাওয়া অরুন রাঙ্গা সাঁঝে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।