আমাদের কথা খুঁজে নিন

   

"সময় গেলে সাধন হবেনা"- লালন vs. লালন ব্যান্ড

http://nishomerbanglablog.blogspot.com/
………… কুষ্টিয়ার লালন মেলা দেখে ১৮তারিখে ঢাকা আসলাম। সময়টা খুব বেশী রকমের সুন্দর কেটেছে। গান শুনলাম, সিদ্ধি (!!) নিতে দেখলাম। তবে, লালনের প্রতি বাউলদের যে ভালোবাসা, তা অতুলনীয়! তারা যেনো চোখ বন্ধ করলেই দেখেন লালন ফকিরকে! তো বাসে করে যখন ঝিনাইদহ থেকে কুষ্টিয়া যাচ্ছি তখনো আমার কানে বেজেই চলছে ইদানিং কালের লালন ব্যান্ডের “সময় গেলে সাধন হবেনা” গানটা। আমার কাছে খুব্বি জোস লাগে গানটা ! বিশেষ করে সুমি’র ভোকাল আসলেও ভালো ! ১২-১৩বার শুনার পর দেখলাম কুষ্টিয়া পৌছে গিয়েছি।

এরপর লালন মেলায় ঢুকলাম। কিছু লালনের কাঠের প্রতিকৃতি, একতারা কিনলাম। তারপর আখড়ায় গেলাম। ভাগ্য ভালো, গিয়েই দেখলাম ১টা দল “খাঁচার ভেতর অচিন পাখি” গানটা করছে। শুনলাম, খুব ভালো লাগলো! খটকা লাগলো একটু পরেই ! যখন “সময় গেলে সাধন হবে না” গাওয়া শুরু করলো! সুমি কি গাইসে! ইচ্ছেমতো এডিট করসে! ফরিদা পারভীনেরটা আগেই শুনেছি।

শুধু বাউলদের ইন্সট্রুমেন্ট আর ফরিদা পারভীনের ইন্সট্রুমেন্ট ছাড়া সুরে বা গানে কোনো পার্থক্য তেমন লাগেনি আমার কাছে! কিন্তু নতুন প্রজন্মকে লালনের সাথে পরিচয় করাবার জন্য, তাদেরকে লালনের গভীর চিন্তা-ভাবনার জগতে আসার জন্য লালন ব্যান্ড যে গান করছে, তা আমার কাছে মোটেও আধুনীকিকরণ নয় বরং বিকৃতি মনে হয়েছে। আমি একবারও বলবো না যে সুমি খারাপ গেয়েছে, বা লালন ব্যান্ড খারাপ বাজিয়েছে, কিন্তু গানটা তো এরকম না! ফরিদা পারভীনের এবং লালন ব্যান্ডের , ২ জনেরই একই গান ভিডিও এবং mp3 লিংক দেয়া হলো। বিশেষ করে “ কেনো? জানলেনা” এবং “কি হবে আর? বাঁধা দিলে, শুকনা মোহোনা” এই ২টা লাইন তো প্রকটভাবে একটার থেকে আরেকটা আলাদা! ফরিদা পারভীন - ভিডিও লিংকঃ http://www.youtube.com/watch?v=7vOcXjB-y-Q Mp3 লিংকঃ http://www.youtube-mp3.org/#v=7vOcXjB-y-Q লালন ব্যান্ডঃ ভিডিও লিংকঃ http://www.youtube.com/watch?v=2SNLHmemWS8 Mp3 লিংকঃ http://www.youtube-mp3.org/#v=2SNLHmemWS8 আধুনিকীকরন মানে বিকৃতি না। এক্সপেরিমেন্ট করা ভালো তবে, রবীন্দ্র সঙ্গীত , লালন সঙ্গীত, নজরুল সঙ্গীত নিয়ে কি এক্সপেরিমেন্ট করা উচিত? তারা কি সেই অধিকার আমাদের দিয়ে গেছেন?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।