আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলো পত্রিকার কেন এই অবনতি?



গতকাল মোট ৪ টা পত্রিকা কিনেছি। প্রথম আলো, আমার দেশ, আমাদের সময় এবং বাংলাদেশ প্রতিদিন। সব পত্রিকা পড়ে খবরের দিক থেকে সবচেয়ে নিচু মানের এবং এডিটেড খবরের পত্রিকা মনে হলো প্রথম আলো কে। কাল সব পত্রিকায় ব্যারিষ্টার রফিক-উল-হকের বিচারপতিদের সমালোচনা করে দেওয়া বক্তব্য গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে। কিন্তু যেহেতু এটা আওয়ামীলীগের বিরুদ্বে গেছে তাই কাট ছাট করে মূল বক্তব্যকে বাদ দিয়ে ৩য় পাতায় ছোট করে নিউজ দিয়েছে।

আর সবচেয়ে বিস্তারিত দিয়েছে আমার দেশ. আমার দেশের রিপোর্টটি পড়তে বিচারপতিদের সমালোচনা এরপর আরেকটি সংবাদ হলো নূরের মেয়ের কান্না। এই রিপোর্ট পড়ার পর যে কেউ বলবে দালালিতে প্রথম আলো অদ্বিতীয়। অন্য পত্রিকায় যেখানে প্রধানমন্ত্রি খুনিদের সাপোর্ট করাকে নিন্দা করে দেওয়া নূরের স্ত্রীর বক্তব্য প্রকাশ করে। সেখানে প্রথমআলোর মূল বক্তব্য হলো কেন হত্যাকারীদের ভিডিও দেখানো হলো। প্রধানমন্ত্রীর সমালোচনা কোথায়ও নেই।

জনকন্ঠ ও এক সময় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিক ছিল। শুধুমাত্র এই রকম দালালীর কারণে আজ কেউ আর পড়েনা। মন্ত্রি বা সংসদদের দিয়ে প্রথমআলোর বিরুদ্ধে বক্তব্যটা যে সম্পূর্ণ সাজানো তা সবাই বুঝে গেছে। আর প্রথম আলোর সম্পাদকের প্রধানমন্ত্রির কাছে ক্ষমা ভিক্ষা প্রমান করে প্রথম আলো আসলে কতোটা আপসকামী। এছাড়াও এখনও পুরো পত্রিকা জুড়ে থাকে বিএনপির সমালোচনা।

এমনকি আওয়ামীলীগের সমালোচনা করার সময়ও বিএনপি যে এর চেয়ে খারাপ তা বলতে ভুলেনা। প্রথমআলোর লেখকদের লেখার মান ভাল থাকা স্বর্তেও এই পত্রিকা জনপ্রিয়তা হারাতে বেশী সময় লাগবে না। অল্পদিনের মাঝেই আরেকটি জনকন্ঠের পরিনতি দেখতে পাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।