আমাদের কথা খুঁজে নিন

   

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা ভেট্টরির, ওপেনিং ব্যাটসম্যানকে এক ধাক্কায় নামিয়েদেওয়া হয়েছে সাত নম্বরে!

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
সব কিছু ঢেলে সাজানো_বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশের পর ঠিক এ কাজটাই করার ঘোষণা দিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। সেটা বোধ হয় শুরু হয়ে গেছে। ঢেলে সাজাতে গেলে বলি হতে হয় কাউকে কাউকে। আপাতত বলিতে চড়লেন ব্রেন্ডন ম্যাককালাম। নাহ, দল থেকে বাদ পড়েননি।

তবে নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যানকে এক ধাক্কায় নামিয়ে দেওয়া হয়েছে সাত নম্বরে! ম্যাককালামের জন্য এটা হয়তো খুব একটা সুখের খবর নয়। বাংলাদেশ সফরে ব্যর্থ হয়েছেন বেশির ভাগ নিউজিল্যান্ড ব্যাটসম্যানই। খৰটা তাহলে শুধু এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ওপর কেন? এ প্রশ্নের অবশ্য কোনো সরাসরি উত্তর দেননি নিউজিল্যান্ড ক্রিকেট গঠিত 'হাই পারফরম্যান্স কমিটি'তে থাকা অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। বিশ্বকাপের আগে জয়ের ধারায় ফেরাই নাকি নিউজিল্যান্ডের মূল লক্ষ্য এবং ম্যাককালামের অভ্যাস আছে সাত নম্বরে ব্যাট করে অনেকবার দলকে জেতানোর। ওপেনার থেকে তাঁকে লোয়ার মিডল অর্ডারে নামিয়ে দেওয়ার কারণ হিসেবেও এটাই জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক, 'ও এ জায়গাটায় ভালো ব্যাট করে।

আমাদের সে এ পজিশনে ব্যাট করে কিছু ম্যাচও জিতিয়েছে। আমরা আবারও সেই সুযোগটা নিতে চাই। ' তবে ম্যাককালামকে সাত নম্বরে নামিয়ে দিলেই সব হচ্ছে না। সমালোচনা হচ্ছে ভেট্টরির অধিনায়কত্বের আর কোচ হিসেবে মার্ক গ্রেটব্যাচেরও। নিউজিল্যান্ড কোচ অবশ্য দায়টা চাপিয়ে দিয়েছেন ব্যাটসম্যানদের ওপর।

অনুশীলনে ব্যাটসম্যানদের যেভাবে বলা হয়েছে, মাঠে তারা সেভাবে খেলেননি বলে অভিযোগ করেছেন গ্রেটব্যাচ, 'মনে হচ্ছিল যেন তারা সব ভুলে গেছে। অনেক ক্ষেত্রেই তারা না বুঝে ব্যাট চালিয়েছে। ' গ্রেটব্যাচের মতো অন্য কারো ওপর দায় চাপাননি ভেট্টরি। বরং নিজেদের বাজে পারফরম্যান্সের জন্য বোর্ডের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে বিশ্বকাপের পর দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণাটাও আগেভাগে দিয়ে দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক, 'আপাতত আমার পরিকল্পনা বিশ্বকাপের পরই নতুন কাউকে সুযোগ দিয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো।

' Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.