আমাদের কথা খুঁজে নিন

   

মিঃ হকিং কে বলছি পর্ব ২



ছোট বেলায় ফুটবল খেলতাম ,কোন রেফারি থাকতো না। এখন বুঝি কি খেলাটাই না খেলতাম। এখন রেফারি ছারা খেলা কল্পনা করতেও পারি না। আসলে নিয়ন্তক ছারা কোন কিছু চলতে পারে না। আমরা জানি জীব জাতীকে বেঁচে থাকতে আমিষের প্রয়োজন।

আর এই আমিষ তৈরীতে দরকার ৫টি মৌলিক পদার্থ যথাঃ কার্বন, অক্সিজে্ন হাইড্রোজেন, নাইট্রোজেন এবং সালফার। এখন এই ৫টি মৌল একত্র হওয়ার কথা আমরা কল্পনাও করতে পারি না। হঠাৎ করে এই ৫টি মৌল একত্র হওয়ার এক কথায় অসম্ভব,কারন এই মহাজগৎ এ এত পরিমান পদার্থ আছে তার মধ্যে থেকে এই ৫টি মৌল এক হওয়ার সম্ভাবনা কত তা একটা উদাহরন দিলে সহজ হবে। ধরুন একটি বানরকে সোনার তরি কবিতা লিখতে যে পরিমান বর্নমালা দরকার তাকে দেয়া হলএবং যদি তার ইচ্ছেমত বর্নমালা গুলো সাজায় এবং এইভাবে সাজাতে সাজাতে পুর্নাঙ্গ কবিতা লিখার সম্ভাবনা যেমন তেমনি ঐ ৫টি মৌলএক হওয়ার সম্ভাবনা। তবে কিভাবে বলি নিয়ন্তক ছারা এই মহাজগৎ চলছে।

আসলে এটি একটা মাত্র উদাহরন । চলবে...........।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।