আমাদের কথা খুঁজে নিন

   

জ্যাম দূরীকরণের চিন্তা বাদ দিন,ঢাকাবাসীকে কমান্ডো ট্রেইনিং দিন।।



সদ্য সমাপ্ত নিউজিলেন্ড -বাংলাদেশ সিরিজের মধ্য দিয়ে আবারও নিজেদের শক্তির আর সামর্থের জানান দিল বাংলাদেশ। মনে করিয়ে দিল বাংলাদেশের টাইগাররা যে কোন সময় জ্বলে উঠতেই পারে । সেই সামর্থ তারা রাখে। অনেকে মনে করে থাকেন বাংলাদেশের এই উত্থানের বীজই নাকি বপন করে গিয়েছিলেন সাবেক কোচ ডেভ হুয়াটমোর। সিডন্স নাকি তার ফলই এখন ঘরে তুলছেন।

তবে কে বীজ বপন করল আর কে ফসল তুলল তার চেয়ে আমাদের কাছে বড় হল বাংলাদেশ ধারাবাহিক সাফল্য। সে যার হাত ধরেই আসুক। যদি লোককথাই ঠিক হয় তবে ডেভ'র একটা কাজ খুবই ফল দিয়েছে আমার মনে হয়। তা হল ক্রিকেটারদের কমান্ডো ট্রেইনিং দেওয়া। এতে করে তাদের সামর্থ ,ফিটনেস,আত্নবিশ্বাস ভালই বেড়েছে মনে হয়।

ক্রিকেটের আরেক স্টার ব্রেট লি নাকি ৬মাসের পুলিশ ট্রেইনিং নেয়া আছে। সেই ট্রেইনিং এর পর তার আত্নবিশ্বাস ,গতি উভই নাকি বেড়েছিল। যদি তাই হয় তবে আমি বলব আমরা যারা ঢাকায় থাকি তাদেরও কমান্ডো ট্রেইনিং নেয়া জরুরী। কারণ ঢাকার যানজটের যে অবস্থা তাতে করে ২০ মিনিটের পথ যেতে ২-৩ ঘন্টা লেগে যায়। আর বাস পাওয়াও দূরহ।

তাই বাস পেলেই দাঁড়িয়ে ঝুলে যে যেভাবে পারে উঠে যাচ্ছে। কিন্তু কিছু ক্ষন গিয়েই পড়ে বিপদে। প্রচন্ড গরমে দাড়িয়ে ক্লানি চলে আসে । মনবল কমে যায়। তাই সরকার যদি পর্যায় ক্রমে ঢাকাবাসীর কমান্ডো ট্রেইনিংয়ের ব্যবস্থা করে তবে জ্যাম দূরী করনের চিন্তা না করলেও আগামী নির্বাচনে পাশ করতে পারে।

তাই আসুন সবাই মিলে সারকারের কাছে আবেদন জানাই জ্যাম দূরীকরণের চিন্তা বাদ দিন , ঢাকাবাসীকে কমান্ডো ট্রেইনিং দিন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.