আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেমস-১৩৬ (বনানী)



বনানী ব্যাকরণহীন কায়দায় গঠিত এক বাংলা শব্দ। এটার অর্থ মহাবন, বিশাল বা সুবিস্তৃত বন (স্তব্ধ শরৎ দুপুরের ঘন বনানীর মধ্যে ঘুঘুর ডাক শুনিয়াছে - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ধারণা করা হয়, সংস্তৃত 'অরণ্যানী' শব্দের অনুকরণে বাংলায় 'বনানী' তৈরি হয়েছে এবং শব্দটি বেশ রমমিয়ে চলছে (বন-বনানীর দৃশ্য দেখেই সময়ই পার করলুম; বিক্ষুব্ধ জলরাশিতে বনানী প্রতিবিম্বিত হয় না - শব্নম্, সৈয়দ মুজতবা আলী)। বাংলাদেশের রাজধানী ঢাকার একটি অভিজাত আবাসিক ও বাণিজ্যিক এলাকার নামও বনানী। সংস্কৃত বন্ আর বাংলা আনী প্রত্যয় যোগে বনানী শব্দটি গঠিত।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।