আমাদের কথা খুঁজে নিন

   

প্রাইম ব্যংকের পুকুর চুরি! একাউন্ট হোল্ডাররা সাবধান!

আমি এপোলো প্রাইম ব্যংকের সাথে সম্পর্কটা হল চাকরি করতে গিয়ে। প্রতিমাসে ওখান থেকে টাকা তুলতে হয়। গত মার্চে হঠাৎ করে আমাদের এডমিন অফিসার বলে একাউন্ট থেকে নাকি ৫০০ টাকা "নাই" হয়ে গেছে, উনি ব্যংকের সাথে যোগাযোগ করার পরে বলল ঐ টাকা "রিটার্ণ" দেয়া হবে। কাহিনী কি? এরকম হবে কেন? প্রাইম ব্যংক নাকি সবার একাউন্ট থেকে ৫৭৫ টাকা কেটে নিয়েছে গত ফেব্রুয়ারী মাসে, sms সেবা'র বদৌলতে। এখন যারা এই সেবার জন্য অনুরোধ করেনি, তারা যদি গিয়ে কমপ্লেইন করে তাহলে তাদের টাকা রিটার্ন দেয়া হবে।

আমরা না হয় ছাপোষা মাস্টার। প্রতি মাসের টাকা হিসেব করে খরচ করে ফেলি। তাই আমরা বুঝতে পারলাম, টাকা কমে গেছে, কমপ্লেইন করলাম, টাকা দিয়ে দিল। কিন্তু যারা এই হিসেব টা করে না, তাদের টাকার কি হবে? সেটা তো গেল। গত ৩ তারিখে আমি স্যলারির কিছু টাকা বুথ থেকে তুললাম।

তিন দিন পরে আবার টাকা তুলতে গিয়ে দেখি ১০,০০০ টাকা নাই। মাথা গেছে খারাপ হয়ে। কাস্টমার কেয়ারে ফোন করার সাথে সাথে উনি মুখস্ত বলে দিলেন, নেটে সমস্যার কারনে বুথ থেকে টাকা তুললে বেশী টাকা কেটে রাখছে, টাকাটা রিটার্ণ দেয়া হবে। তারমানে এই সমস্যাটাও সবার ক্ষেত্রে হচ্ছে, এবং কাস্টমার কেয়ার সবাইকে একথা বলছে। এবার আমি ব্যংকে গিয়ে জিজ্ঞেস করলাম, যারা এব্যপারে কমপ্লেইন করবে না, তাদের টাকার কি হবে? "আপনাদের নিজেদের সমস্যা, আপনাদেরকেই জানাতে হবে।

আপনারা আমাদের জানালেই আমরা টাকা ফেরৎ দেব। " এই হল ব্যংক কর্মকর্তার উত্তর। ভাই, এখন বলেন চাকরি কোনটা করব? ভার্সিটিরটা না ব্যংকেরটা? প্রাইম ব্যংক যে গণহারে এই টাকা চুরির উৎসব শুরু করছে, তা আবার প্রমানিত হল গতকাল। আমার কলিগ (Mir Md Tamim) স্যরেরও সেই একই ভাবে বেশীটাকা কেটে ফেলেছিল। তিনিও ব্যংকে গিয়ে রিপোর্ট করে আসলেন।

আপনারা যারা প্রাইম ব্যংকের একাউন্ট হোল্ডার পারলে একাউন্টটা অন্য কোন ব্যংকে ট্রান্সফার করেন, নাইলে প্রতি মাসে মাসে টাকাটা হিসেব করে তুলে নিয়ে আসেন। ওরা চোর, সুযোগ পেলেই টাকা মাইরা দেবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.