আমাদের কথা খুঁজে নিন

   

৮০ লাখ ডলার দামের আইফোন ৪

ভালো ..তবে কালো

স¤প্রতি যুক্তরাজ্যের এক স্বর্ণকার নতুন ডিজাইনে আইফোন ৪ তৈরি করেছেন। এই নতুন ডিজাইনের আইফোন ৪ তৈরি করতে তিনি ৫০০টি আলাদা আলাদা হীরা ব্যবহার করেছেন। আর এই ডিজাইনে এখন পর্যন্ত কেবল দুইটি আইফোন ৪ তৈরি হয়েছে। খবর ম্যাশএবল-এর। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, যুক্তরাজ্যের এই স্বর্ণকারের নাম স্টুয়ার্ট হাগস।

তিনি দামী গ্যাজেট তৈরির জন্য বিখ্যাত। তিনি আইফোন ৪ এ হীরার কারুকার্য যুক্ত করে নতুনভাবে ডিজাইন করেছেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্পূর্ণ হাতে তৈরি এই আইফোন ৪ টিতে ১০০ ক্যারটের হীরা ব্যবহার করা হয়েছে । আর মোট ৫০০ টি স্বতন্ত্র হীরার সমন্ময়ে তৈরি এই আইফোনটি। এই আইফোনের পিছনে আরো ৫৩ টি আলাদা হীরা দেওয়া আছে।

আইফোনের নেভিগেশন বাটন প্ল্যাটিনামের তৈরি এবং তাতে একবারই কাটা ৭.৪ ক্যারটের গোলাপী হীরা লাগানো আছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, হীরার ডিজাইন করা এই আইফোন ৪-এর দাম ৫০ লাখ থেকে ৮০ লাখ ডলার হতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।