আমাদের কথা খুঁজে নিন

   

কে হবে বাংলাদেশ দলের অধিনায়ক ? সাকিব না মাশরাফি....।



বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক মাশরাফির ইনজুরির কারনে সাকিব আবার অধিনায়কত্ব পেল। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্ট অসাধারন নেতৃত্ব দিয়ে নিউজিল্যান্ড কে হোয়াইটওয়াশ করায় মূল অবদান সাকিবেরই। অনেক ক্রিকেটবোদ্ধা এখন বলছেন বিশ্বকাপে মাশরাফির জায়গায় সাকিবকে অধিনায়ক করা হোক। কিন্তু আমার মনে হয় এই সময় সাকিবকে স্থায়ী অধিনায়ক করা ঠিক হবে না। সাকিব অধিনায়ক হিসেবে যে বিশ্বমানের এতে কোন সন্দেহ নেই।

আমাদের এই কথা ভুলে গেলে চলবে না সাকিব এর বয়স খুবই কম। ওকে অধিনায়কত্ব দেয়ার আগে আরও কিছুদিন মাশরাফির অধিনায়কত্বে খেলতে দেয়া উচিত। যা ওকে করে তুলবে আরও পরিণত। না হলে হয়তবা অধিনায়কত্বের চাপে আমরা এই সাকিবকে হারিয়ে ফেলতে পারি। এই কারণে আমি আশা করব যেন অন্তত আগামী ১ বছর বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি থাকে।

তারপর আরও পরিণত সাকিব বাংলাদেশ দলের নেতৃত্ব দিক। টাইগারদের প্রতি অশেষ শুভকামনা জানিয়ে শেষ করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।