আমাদের কথা খুঁজে নিন

   

মোস্তফা জামান আব্বাসী ও সালাউদ্দিন আহমেদের কণ্ঠে : মতিউর রহমান মল্লিকের গান



মোস্তফা জামান আব্বাসী ও সালাউদ্দিন আহমেদের কণ্ঠে : মতিউর রহমান মল্লিকের গান সঙ্গীতব্যক্তিত্ব মোস্তফা জামান আব্বাসী ও নজরুল সঙ্গীতের জনপ্রিয় শিল্পী সালাউদ্দিন আহমেদ গাইলেন কালজয়ী গীতিকবি মতিউর রহমান মল্লিকের গান। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে মতিউর রহমান মল্লিক স্মরণে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রে আয়োজিত নাগরিক শোকসভায় আলোচনা, স্মৃতিচারণ ও গান পরিবেশন করেন শিল্পীদ্বয়। শিল্পী মোস্তফা জামান আব্বাসী মতিউর রহমান মল্লিকের একটি অবিস্মরণীয় নাম উল্লেখ করে বলেন, আমার কাছে এই রসুলপ্রেমিক কবির ৫০টি গান রয়েছে। সুযোগ পেলে আমি এ গানগুলো আপনাদের গেয়ে শোনাব। তিনি মল্লিকের ‘হাত পেতেছে এই গোনাহগার তোমারই দরগায়’ ও ‘আমার কণ্ঠে এমন সুধা’ গান দু’টির অংশবিশেষ শোনান।

শিল্পী সালাউদ্দিন আহমেদ বলেন, মতিউর রহমান মল্লিকের গানকে আগামী দিনের পাথেয় করে আমরা এগিয়ে যেতে পারি। তার গানের সংখ্যা যেমন বিপুল, তেমনি মানের দিক থেকেও সেগুলো অত্যন্ত উঁচু দরের। তিনি আরও বলেন, আমি তার গান চর্চা করার চেষ্টা করছি। ‘আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরওয়ার’ গানটি গেয়ে শোনান। দেড় সহস্রাধিক দর্শক-শ্রোতা দুই শিল্পীর কণ্ঠে মতিউর রহমান মল্লিকের গান শুনে উদ্বেলিত হয়ে ওঠেন।

স্মরণসভায় বিভিন্ন শিল্পীগোষ্ঠী ও তরুণ শিল্পীরাও মতিউর রহমান মল্লিকের গান পরিবেশন করেন। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।