আমাদের কথা খুঁজে নিন

   

ফুটবলের প্রাথমিক দলে আরেক জন

ফুটবল দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) শাহেদকে প্রাথমিক দলে রাখার পরামর্শ দিয়েছেন। তাই প্রাথমিক দলে খেলোয়াড় সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪-এ। প্রথমে ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হলেও পরে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রর গোলরক্ষক জিয়াউর রহমান, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মিডফিল্ডার আলগমীর কবির রানা ও ডিফেন্ডার ইয়ামিন আহমেদ মুন্না এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মিডফিল্ডার মোবারক হোসেনকে নেয়া হয়। এদিকে বিদেশে স্থায়ীভাবে বসবাস করা বাংলাদেশি বংশোদ্ভূত দুই ফুটবলার শিগগিরি ঢাকায় আসছেন। অস্ট্রেলিয়া থেকে আনন্দ রহমানের ১৫ অথবা ১৬ মে এবং জার্মানি থেকে রিয়াসাত খাতনের ২০ মে আসার কথা।

ডেনমার্ক থেকে জামাল ভূঁইয়ার আসার দিন-ক্ষণ অবশ্য ঠিক হয়নি। কোচ ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টার ১৮ মে আসবেন। ১৫ মে থেকে ফুটবল দলের প্রস্তুতি শুরু হবে। ২৮ মে রওনা দেবে তারা। ইংল্যান্ডে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.