আমাদের কথা খুঁজে নিন

   

আজ শেখ রাসেল এর জন্মদিন



কি অপরাধ ছিল এই বালকের ? নির্মমতার চরম হাত সেদিন খুন করেছিল তাকেও। শেখ রাসেল .... আজ বেঁচে থাকলে তিনি হতেন ৪৭ বছরের যুবক। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৪৭তম জন্মদিন আজ সোমবার। শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ার সময় ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে পিতা বঙ্গবন্ধু এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শহীদ হন। সে সময় তার বয়স হয়েছিল মাত্র ১০ বছর।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও অঙ্গ-সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সকাল সাড়ে ৮টায় আওয়ামী লীগ বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। অন্যদিকে সকাল ৭টায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ তাদের কর্মসূচি শুরু করবে। সাড়ে ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর ৮টায় বনানী কবরস্থানে শেখ রাসেলের কবর জিয়ারত এবং ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় মাধ্যমিক পর্যায়ের কৃতী শিক্ষার্থী এবং চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে শেখ রাসেলের বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।