আমাদের কথা খুঁজে নিন

   

সাত-সকালে মন খারাপ... ভীষণ খারাপ...

কেমন করে সময় কেটে যায়...

“বালিয়াকান্দিতে শতবর্ষী বৃদ্ধার আত্মহত্যা... বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা... রাজবাড়ীর বালিয়াকান্দিতে গত বৃহস্পতিবার রাতে ঐশ্বয রাণী মজুমদার (১০০) নামে এক বিধবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার রাতে উপজেলার বহরপুর ইউনিয়নের কুবদি ডাঙ্গীপাড়া গ্রামে নারায়ণ চন্দ্রের বাড়িতে তার শাশুড়ী ঐশ্বর্য রাণী মজুমদার ঘরের মাচার সাথে গলায় শাড়ী পেঁচিয়ে আতমহত্যা করেছে... একমাত্র ছেলে তাকে ফেলে ভারত চলে যাওয়ায় সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে...” সাধারণত,সুইসাইডের খবর গুলো পড়লে আমার যে সুইসাইড খায়, তার উপর মেজাজ খারাপ হয়... বেশ ভালো মেজাজ খারাপ হয়... বছর খানেক আগে,আমাদের ক্যাম্পাসের এক বড় ভাই, একই ইয়ারের এক আপুর সাথে রাগ করে মরে গেছে... ভাইটার বাবা নাই... পুরা পরিবারের ঐই বহু কষ্টে এইটুকু আসছে... মা পিঠা বিক্রি করে... ঐ ভাইটার উপর মেজাজ খারাপ হওয়াটা যুক্তিযুক্ত... আবার কয়েকদিন আগে,আমাদের এলাকায়..। এক ডাক্তার... মহিলা ডাক্তার... পোস্ট গ্র্যাজুয়েশন করছিলেন... আত্মীয়ের বাসায় একরুমে সাবলেট থাকতেন... সকালবেলা আর ঘুম থেকে উঠেন না!!! কে জানে,কোন দামে... কোন হাঁট থেকে উনি চিরদিনের জন্য ঘুম কিনেছেন... কানের কাছে মোবাইল!!! উনার জন্যও মন খারাপ হওয়ার কিছু নাই... কিন্তু,আজকে সাত-সকালে পেপারটা হাতে নিয়ে যখন উপরের খবরটা পড়লাম... আমার মনটা খারাপ হয়ে গেলো... আমার মনে হলো, ১০০ বছর জীবনটা বহন করার পর, যে অভিমানে(জানি না খবর কতটুকু সত্যি) ঐশ্বর্য রাই মাঁচার সাথে ঝুলে পড়েন, সেই অভিমানটা ঠিক আছে... আমি মানুষটা যথেষ্ট লজিক্যাল... যে ঘটনাই ঘটুক,যত বাজে ব্যাপারই হোক.. চেষ্টা করি পজিটিভ ওয়েতে তার একটা ব্যাখ্যা দাঁড় করানোর... কিন্তু হাজার চেষ্টা করেও এর কোন পজিটিভ cause আমি ফাইন্ড আউট করতে পারিনা... বৃদ্ধবয়সে বাবা-মার সাথে যে আচরণ গুলো হচ্ছে... বৃদ্ধাস্রম... ওল্ডহোম... ছেলেরা...ছেলেদের কথাই বলবো....ছেলেদের দায়িত্ব ই বেশি.. এই বিষয়টাকে দায়িত্ব বলতেও ইচ্ছা করছেনা... কি বলবো!!! নচিকেতার গানের দুইটা লাইনে, বৃদ্ধবাবা তার খোকার জন্য দোয়া করে... আমি যতবার গালটা শুনি, ততোবার খোকার জন্য ভয়ে বুকটা কাঁপে... জানি এইটা গান... তারপরেও কাঁপে... আসল বিষয় হচ্ছে... মা-বাবা যখন দোয়া করে,সেটা হাত তুলে করা লাগেনা... স্পেসালী মা-বাবার ক্ষেত্রেই, দোয়াটা মন থেকে আসে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।