আমাদের কথা খুঁজে নিন

   

অযোধ্যা রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে মুসলিমরা



অযোদ্ধা মামলায় এলাহাবাদ হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। আজ শনিবার লক্ষেৗতে এআইএমপিএলবির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অযোদ্ধা মামলার রায়ের পরিপ্রেক্ষিতে পরবর্তী করণীয় নিয়ে এআইএমপিএলবির আইন বিশেষজ্ঞদের দেওয়া পরামর্শের ভিত্তিতে সর্বোচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত হয়। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা আগেই সুন্নি ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল। এদিনের বৈঠকে ওয়াকফ বোর্ডের সভাপতিও উপস্থিত ছিলেন।

মামলার সবচেয়ে পুরোনো অংশগ্রহণকারী মহম্মদ হাসিম আনসারি আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার জন্য কয়েক দফা হিন্দু গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠকও করেছিলেন। কিন্তু ওয়াকফ বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, মীমাংসা শরিয়তের আইন অনুযায়ী হতে হবে। জানা গেছে, বৈঠকে মুসলিম ও হিন্দুনেতারা আদালতের বাইরে সমঝোতার ব্যাপারে যেসব উদ্যোগ নিয়েছেন, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত ল বোর্ডের কার্যকরী কমিটির সভায় মতৈক্যের ভিত্তিতে সুপ্রিম কোর্টে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের আইনজীবী জাফারিয়াব জিলানি জানিয়েছেন, মুসলমানদের দাবির মর্যাদা দিলেই একমাত্র এই বিরোধের নিষ্পত্তি সম্ভব।

তাঁর মতে, মুসলমানরা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না। উল্লেখ্য, গত ৯ অক্টোবর নয়াদিল্লিতে এআইএমপিএলবির আইন বিশেষজ্ঞদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইন বিশেষজ্ঞরা হাইকোর্টের দেওয়া রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার পক্ষে মতামত দেন। লিনক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।