আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিক-গেলমান ভাই ভাই

যা দেখি,শুনি,অনুভব করি, আমি স্বপ্নি। তাই গল্পে রুপ দিতে চাই...............

সামু ব্লগে দুই ক্যাটাগরির ব্লগার নিয়া চিন্তা করলে মাঝে মাঝে ভীষন হাসি পায়। এদের মধ্যে এক শ্রেনী নিজেকে নাস্তিক প্রমান করতে ব্যাস্ত। আর এক শ্রেনীর হাতে ইসলামের দায়িত্ব তুলে দেয়া হয়েছে বলে মনে হয়। ১।

নাস্তিকঃ তারা নাস্তিক কেমনে এইডা জানা জরুরী। তারা তো অনেক জানেন,বোঝেন তাই তো বুইঝা গেছেন যে ঈশ্বর,আল্লাহ,ভগবান নামের কোন বস্তু নাই। কিন্তু এই শিক্ষাডা কি পান নাই যে কারো ধর্মীয় অনুভূতি নিয়া টানাটানি করন ঠিক না। তারা জানে ঘোড়ার ডিম,বোঝে ঘোড়ার ডিম। শুধু জানে ধর্মের বিপক্ষে কথা বললেই নাস্তিক হওন যায়।

আর কেউ জ্বালাইতাছেন মসজিদ, কেউ মাঝে মাঝে মন্দির। মজার ব্যাপার হইতাসে আপনারা যারা মসজিদ জ্বালান,তারা মন্দির জ্বালায় না আর যারা মন্দির জ্বালান, তারা মসজিদ জ্বালায় না। ঘটনা কিন্তু এইখানেই। তারা কেউ নাস্তিক নন। তাদের কথায় মনে হয় কেউ ইসলাম বিদ্বেষী কেউ হিন্দু বিদ্বেষী।

সমস্যা নাই চালাইয়া যান। পাবলিক তো গিলতাসে!!!!!!!! ২। গেলমানঃ আর এক কোয়ালিটির বেকুব দেখা যায় যাদের আমরা ছাগু কিংবা গেলমান নামেই বেশি চিনি। এদের নিয়া কি লিখবো। এইগুলার লজ্জা শরম এমনিতেই কম।

ইসলামের ঝান্ডার তলে তাদের বাপগো(গোয়া,নিজামি,মুজা)নিয়া ব্যাস্ত। এইগুলা হইতাসে ঈতর প্রানী বিশেষ। দূর কইরা তাড়াইয়া দিলেও এইগুলা তাদের কাজ করে যাবে। এই গুলার নামের শেষে মিয়াজী,নিয়াজী,পিয়াজী,বুখারী,খাদিমি থাকা বাঞ্ছনীয়। আর আমরা সাধারন ব্লগার যে যা খাওয়ায় তাই খেয়ে যাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।