আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে ব্যক্তিগত তথ্য প্রদান থেকে হুঁশিয়ার

পজিটিভ ভাবুন__পজিটিভ বলুন__পজিটিভ কাজ করুন....

গুগল-এর সিইও এরিখ স্মিড্ট মনে করেন আজকের তরুণ-তরুণীরা যেভাবে অনলাইনে ব্যক্তিগত তথ্য সবার সঙ্গে শেয়ার করছে তাতে ভবিষ্যতে তাদেরকে বড় ধরনের বিপদে পড়তে হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে এক সাক্ষাৎকারে মি. স্মিড্ট মত প্রকাশ করেন যে, তরুণ-তরুণীরা তাদের অনলাইন আচরণের বিপদ সম্বন্ধে খুব একটা অবগত বলে তিনি মনে করেন না। এদিকে মি. স্মিড্ট-এর নিজের কোম্পানি গুগল সামাজিক যোগাযোগ তথা সোশ্যাল নেটওয়ার্কিং-এর জগতে নিজেদের অবস্থানকে পাকাপোক্ত করার ব্যাপারে নানারকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। স¤প্রতি তারা সামাজিক যোগাযোগের সঙ্গে সংশি-ষ্ট দুটো সাইট ¯-াইড এবং জাম্বুলকে কিনে নিয়েছে। ¯-াইড একটি গেমিং ফার্ম, অন্যদিকে জাম্বুল ভার্চুয়াল কারেন্সি এবং পেমেন্ট নিয়ে কাজ করে। জিংগা নামে আরেকটি সোশ্যাল নেটওয়ার্কিং গেমিং সাইটেও গুগল অর্থ বিনিয়োগ করছে বলে শোনা যাচ্ছে। গুগল অচিরেই আরেকটি বড় ধরনের সামাজিক যোগাযোগ সাইট লঞ্চ করতে যাচ্ছে বলেও শোনা যাচ্ছে। কেউ কেউ বলছে সাইটটির নামও নাকি ঠিক হয়ে গেছে: এড়ড়মষব.সব। বর্তমানে ‘গুগল বাজ’ এবং ‘অরকুট’ নামে দুটো সামাজিক যোগাযোগ সাইটের মালিক গুগল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।