আমাদের কথা খুঁজে নিন

   

পাগলামি নয় পুরোটাই সত্য সত্য সত্য

বাংলা কনভার্টার ডট কম

আমরা অনেক সময় কম্পিউটারে কাজ করতে করতে কান্ত হয়ে পড়ি। তো কাজের ফাঁকে গান শুনলে কেমন লাগে? অবশ্যই মন্দ হয় না। চলুন http://paglamusic.com ওয়েব সাইটটি ভিজিট করি। এখানে লাইভ গান শোনার ব্যবস্থা আছে। অন্যন্য ওয়েব সাইটের মতো ঝামেলা পোহাতে হয় না এখানে।

Just Click & Play. এই ওয়েব সাইটে বাংলা, হিন্দি, ইংলিশ ও আরবি সব মিলিয়ে প্রায় আড়াই লাখেরও বেশি গান রয়েছে। লাইভ রেডিওর মধ্যে রয়েছে বাংলা চ্যানেল ১০ টি, হিন্দি ২০টি ও ইংলিশ ১০০টি। বাংলা : ১. অনিয়ম বাংলা রেডিও ২. ওয়াশিংটন বাংলা রেডিও ৩. রেডিও ঢাকা ৪. রেডিও টুডে ৫. লেমন ২৪ ডট কম ৬. রেডিও ফুর্তি ৭. রেডিও তুফান ৮. রেডিও গুনগুন ৯. রেডিও মেট্রো ১০. বাংলাদেশ বেতার হিন্দ : ১. বলিউড মিউজিক ২. রেডিও মাসকা ৩. রেডিও হামসাফার ৪. আপনা রেডিও ৫. দেশী রেডিও ৬. ক্রেজি এফএম ৭. আকাশ রেডিও ৮. মাস্ত রেডিও ৯. মাস্তি টিউনস ১০. মেরা সঙ্গিত ১১. রেডিও অ্যাকটিভ ১২. গায়ানঞ্জ রেডিও ১৩. রেডিও আফসানা ১৪. রেডিও এন আর আই ১৫. রেডিও তিন তাল ১৬. রেডিও ত্রিশুল ১৭. রেডিও নিবন্ধ ১৮. সানরাইজ রেডিও ১৯. সংস্কার রেডিও ২০. আপনা ই রেডিও ইংলিশ : দয়া করে ওয়েব সাইট ভিজিট করে দেখুন। এছাড়াও এখানে পাবেন ১৯৪০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সকল হিন্দি সিনেমার সকল গান। গানগুলো ওয়েব সাইটে লাইভ শুনতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন।

ডাউনলোড লিংক : Click This Link লাইভ প্লে লিংক : Click This Link ইংলিশ গানের মধ্যে রয়েছে বাছাইকৃত ৮৪টি শিল্পীর বাছাইকৃত ২৭ গিগাবাইট গান। নিচে মাইকেল জ্যাকসনের ১৯৭১ সালের প্রথম অ্যালবাম Go To Be There থেকে সর্বশেষ ২০০৯ সালের King of Pop পর্যন্ত সকল গানের ডাউনলোড লিংক ও প্লে লিংক দেয়া হল : ডাউনলোড লিংক : Click This Link লাইভ প্লে লিংক : Click This Link অডিও সংবাদ : ১. রেডিও এবিসি এর প্রতি ঘন্টার লাইব সংবাদ ২. ডয়েস ভেলে এর দুপুর ২.০০ ও রাত ২.০০ লাইভ সংবাদ ৩. লাইভ ভয়েস অব আমেরিকা ৪. এন এইস কে ওয়ার্ল্ড এর লাইভ সংবাদ ও শেষ সাত দিনের সংবাদ আর্কাইভ। ৫. বিবিসি বাংলার বিশ্ব সংবাদ, প্রভাতি, প্রতু্যষা, পরিক্রমা, প্রবাহ ও সংলাপ। ৬. বাংলাদেশ বেতারের লাইভ রেডিওসহ সকাল ৭টার বাংলা সংবাদ ও সকাল ৮টার ইংরেজী সংবাদ শোনার ব্যবস্থা আছে। লাইভ টিভি : দেশটিভিসহ ১২টি টিভি লাইভ দেখার ব্যবস্থা আছে এখানে।

পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে। [কপিরাইট রুলসের কারণে শুধুমাত্র বাংলা ব্যান্ড ও বাংলা আধুনিক গানগুলো ডাউনলোড দেয়া সম্ভব হয়নি। ]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।