আমাদের কথা খুঁজে নিন

   

পরকীয়া প্রেমিকসহ এনজিও সভানেত্রী গ্রেফতার : শিকলে বাঁধা অচেতন স্বামী উদ্ধার

সমাজকে বদলানোর জন্য নিজেকে আগে বদলানো প্রয়োজন। আসুন আমরা সবাই বদলে যাই সত্যের আলোয়।
নারায়ণগঞ্জে পরকীয়া সম্পর্ক জেনে ফেলায় স্বামীকে ১৩টি নেশাজাতীয় ইনজেকশন পুশ করে অচেতন করে রেখেছিলেন একটি এনজিও’র সভানেত্রী রহিমা খাতুন লিজা। স্বামী আবদুল জলিল ভূঁইয়াকে বিগত চার দিন ধরে ঘরের ভেতর শিকল দিয়ে বেঁধে রেখে অবর্ণনীয় নির্যাতন চালানো হয়। লিজার অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় তিনি তার স্বামী আবদুল জলিল ভূঁইয়াকে পরকীয়া প্রেমিক দিপুর সহায়তায় গত ৪ দিন ধরে বাড়ির একটি ঘরে ঘুমের ইনজেকশন দিয়ে হাত ও পা শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন।

গতকাল সকালে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে লিজা ও তার পরকীয়া প্রেমিক দিপু ভূঁইয়াকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গুরুতর অসুস্থ অবস্থায় আবদুল জলিলকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনা শহরে ছড়িয়ে পড়লে শত শত উত্সুক এলাকাবাসী লিজাকে দেখতে থানার সামনে ভিড় করে। লিজার নারী সংগঠনের অন্যরা এতে হতবাক হয়ে যান। লিজার দেবর আলাল ভূঁইয়া জানান, শহরের পাইকপাড়ার ভূঁইয়াপাড়া এলাকার বাড়িতে তার বড় ভাই আবদুল জলিল ভূঁইয়া স্ত্রী রহিমা খাতুন লিজা ও ২ মেয়ে দোলা ও মৌকে নিয়ে বসবাস করেন।

৩ তলা বাড়িটির মালিক আবদুল জলিল। এক ও দুইতলা ভাড়া দেয়া এবং তৃতীয় তলায় ভাই পরিবার নিয়ে বসবাস করতেন। তৃতীয় তলারই ২টি কক্ষে ভাবী লিজার নারী কল্যাণ সংস্থা নামে একটি এনজিও সংস্থা ছিল। লিজা ওই এনজিওর সভানেত্রী। সংস্থার ম্যানেজার ছিল দিপু ভূঁইয়া নামে এক যুবক।

ওই যুবকের সঙ্গে লিজার পরকীয়া সম্পর্কের কথা জেনে ফেলায় তার ভাই জলিলকে ঘুমের ইনজেকশন পুশ করে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে বলে এলাকাবাসীর কাছ থেকে আলাল জানতে পেরেছে। ভাবী লিজা পছন্দ করতো না বলে আলাল ও তার অন্য ভাইয়েরা বড় ভাই জলিলের বাড়িতে তেমন একটা যাতায়াত করতেন না। তবে তারা একই এলাকায় বসবাস করেন। লিজা সাংবাদিকদের জানান, গত ৪ দিন আগে তার স্বামী তাকে তার সংস্থার ম্যানেজার দিপুর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। ঘটনাটি দেখে সে হৈচৈ শুরু করলে পরকীয়ার বিষয়টি ধামাচাপা দিতে সে ও দিপু মিলে এ কাজ করে।

আবদুল জলিলকে শিকল দিয়ে ঘরে আটকে রাখার পাশাপাশি এ ঘটনা যাতে সে বাইরের কাউকে জানাতে না পারে সেজন্য বিগত চারদিন ধরে ১৩টি নেশাজাতীয় ইনজেকশন তার শরীরে পুশ করা হয়। Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।