আমাদের কথা খুঁজে নিন

   

পাড় ভাঙন



নদীর ঐ পাড় হয় যে ছাড়খাড় সর্বনাশা ও নদী আর কত যে ভাঙবি মোরে একটু দয়া হইত যদি তোর ঈশারায় যায় ডুইবা যায় তিন পুরুষের বসত বাটি কিসের নেশায় কানায় কানায় ঢেউয়ে স্রোতে ঝগড়াঝাটি ও নদী রে তুই আমারে করলি এমন পাগলপাড়া ঘর নিলি প্রাণ নিলি করলি আমায় সর্বহারা নদীর ঐ পাড় হয় যে ছাড়খাড় সর্বনাশা ও নদী........ দমে দমে পানি জমে দুই চোখেরও অশ্রুধারায় কোথায় যে যাই ঠিকানা নাই পাশে এসে কেউ না দাড়ায় ও বিধাতা প্রাণদাতা তোমার কাছে নাও আমারে চাইনা ভূবন, অশ্রু ক্ষরণ দাও আমারে চির মরণ নদীর ঐ পাড় হয় যে ছাড়খাড় সর্বনাশা ও নদী।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।