আমাদের কথা খুঁজে নিন

   

মুসলিম পোষাকের ৬টি শর্ত

বিশ্বাসকে সত্য ভাবা আর, সত্যকে বিশ্বাস করা এক নয়। কেউ বিশ্বাস করুক বা না করুক সত্য সত্যই।

১. সীমানাঃ প্রথম শর্ত হলো দেহের যে সীমা পর্যন্ত তাকানো যাবে তা। নারী ও পুরুষের এ সীমায় পার্থক্য রয়েছে। * পুরুষের ক্ষেত্রে এর পরিমান হলো কমপক্ষে নাভি থেকে হাঁটু পর্যন্ত বাধ্যতামূলকভাবে ঢেকে রাখতে হবে।

* আর নারীর ক্ষেত্রে এর সীমা হলো কমপক্ষে কব্জি পর্যন্ত হাত ও মুখমন্ডল ছাড়া সমস্ত শরীর বাধ্যতামূলক ঢেকে রাখতে হবে। তবে তারা যদি চায় হাত ও মুখমন্ডল ঢেকে রাখতে পারে। ইসলামি জ্ঞানে বিশেষজ্ঞদের অনেকেই হাত ও মুখমন্ডলকেও বাধ্যতামূলক ঢেকে রাখার পক্ষপাতি। তারা এ দুটো অংশকেও 'হিজাব' বা পর্দার আওতাভুক্ত মনে করেন। বাকি ৫টি শর্ত পুরুষ ও নারীর জন্য সমান।

২. পরিধেয় পোষাক ঢিলেঢালা হতে হবে, যেন শরীরের কাঠামো প্রকাশ না পায়। ৩. পোশাক এমন স্বচ্ছ বা পাতলা হবে না, যাতে পোষাকের ঢেকে রাখা অংশ দেখা যায়। ৪. বিপরীত লিঙ্গ আকর্ষিত হয় এমন জাঁকজমকপূর্ণ আকর্ষণীয় পোশাক হবে না। ৫. পোশাক বিপরীত লিঙ্গের পোশাকের মতো হতে পারবে না। অর্থাৎ নারী পুরুষের মতো এবং পুরুষ নারীর মতো পোশাক পরতে পারবে না।

৬. পোশাক অবিশ্বাসীদের ধর্মীয় পোশাকের মতো হতে পারবে না। অর্থাৎ এমন পোশাক পরা যাবে না যা অন্য ধর্মালম্বীদের ধর্মীয় পরিচয় বহন করে। অথবা যে পোশাক অন্য ধর্মের তথা অবিশ্বাসীদের জাতীয় প্রতীক হিসেবে চিহ্নিত এমন পোশাক পরা যাবে না। -সমাপ্ত- পূর্বপোষ্টঃ "ইসলামে ধূমপান এবং পান খাওয়া অনুমোদিত কি না?"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।