আমাদের কথা খুঁজে নিন

   

মাঝ আকাশে যাত্রীরা শুনলেন পাইলট আর নেই!

আর কেন সম্মেহন-এ পাপ, থাক- ‘বেদনা আমারি থাক’

কাতার এয়ারওয়েজের এন এ ৩৩০ এয়ারবাসটি তখন মাঝআকাশে; নিচে দক্ষিণ চীনের অথই সাগর। হঠাৎ করেই বিমানের ককপিট থেকে ভেসে আসলো বিমানবালার সুরেলা কণ্ঠস্বর। যা শুনে রীতিমত হকচকিত যাত্রীরা। ওই মুহূর্তে যারা ঘুমিয়েছিলেন তাদেরও পিলে চমকে ওঠে বিমানবালার ওই ঘোষনা শুনে। ২৫০ জন যাত্রীর মনোযোগ আকর্ষণ করে বিমানবালা বলেন, আপনাদের অত্যান্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে, কিছুক্ষণ আগে আমাদের বিমানের পাইলট হার্ট অ্যাটাকে মারা গেছেন।

কিছুক্ষনের মধ্যেই আমরা জরুরি অবতরন করতে বাধ্য হচ্ছি। অথচ বিমানটি তখনো মধ্য আকাশে বো বো শব্দে এগিয়ে চলছে। যাত্রীদের মনে সংশয় তাহলে কি দক্ষিণ চীন সাগরেই এ অবতরণ! না এটি কোন সিনেমার গল্প নয়। বুধবার বাস্তবেই এমনটা হয়েছে। কাতার এয়ারওয়েজের এন এ ৩৩০ এয়ারবাসটি ২৫০ জন যাত্রী নিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে কাতারের রাজধানী দোহায় যাচ্ছিল।

বিমানটি যখন দক্ষিণ চীন সাগরের ওপর ঠিক তখনই হার্ট অ্যাটাকে মারা যান বিমানের পাইলট। অবশেষে বাধ্য হয়ে কো-পাইলট বিমানটিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবতরন করান। কাতার এয়ারওয়েজের এক মুখপাত্র জানান, ৪৩ বছরের ভারতীয় বংশোদ্ভুত ওই পাইলট তার কো-পাইলটকে বুকের ব্যাথার কথা জানিয়ে বিমান জরুরি অবতরণ করতে বলেছিলেন। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।