আমাদের কথা খুঁজে নিন

   

১১ টা কিউ পাখি খাইছে রয়েল বেঙ্গল টাইগাররা

ভালোলাগে ভেসে বেড়াতে অন্ধকারের ব্যক্তিগত ছায়ায়.....
বাঘ মানে ভয়ঙ্কর ব্যাপার । সামনে পেলে কট কট করে কামড়ে খাবে নিশ্চিত । তাই বলে হয়ত এটা স্বাভাবিক ভাবেই গৃহপালিত পশুর তালিকাই নেই । তবে কখনো যদি বাচ্চা-কাচ্চারা খুব বেশী দুষ্টমি করে তখন বাঘের ভয় দেখানো মানে কার্যকরী ওষধ । কখনো সখনো তো হার্টের রোগীরা বাঘ টিভিতে দেখলেও ভয় পায় ।

কিন্তু আজ যখন মিরপুর স্টেডিয়ামে রয়েল বেঙ্গল টাইগাররা খেলছিল তখন যেন ডর ভয় বলতে কিছু ছিলনা । যেখানে টাইগাররা একে একে ১১ টি কিউ পাখি খাইছে । আর তা দেখে মাঠের ভেতর ও বাইরে থাকা বাংলার দামাল ছেলে - মেয়েরা_সহ সকল বাঙ্গালী চিল্লান দিলাম টাইগার - টাইগার বলে। শুনলাম রাতের খাবারে নাকি টাইগারদের আরো কিছু কিউ পাখি আর কয়েকটা অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু লাগবে । কেউ যোগাড় করতে পারলে জানাবেন ।

সাবাশ টাইগার'রা অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন আমাদের ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।