আমাদের কথা খুঁজে নিন

   

মা-বাবাকে ভুলিও না!!!

পজিটিভ ভাবুন__পজিটিভ বলুন__পজিটিভ কাজ করুন....

সবাইকে ভুলে যাও কিন্তু মা-বাবাকে ভুলিও না নিজে না খেয়ে যাঁরা তোমাকে বড় করল, অমৃত খাওয়ালো, তাঁদের জন্য কখনও বিষ প্রয়োগ করোনা। কত আদর করে তাঁরা তোমার ইচ্ছা পূরণ করলো, তুমিও পূরণ কর তাদের ইচ্ছা, একথা কখনও ভুলিও না। তুমি যদিও লক্ষ টাকা রোজগার কর! সেসব কিন্তু মা-বাবার চেয়ে বেশী কিছু নয়। তুমি যেমন নিজে সন্তানের কাছে সেবা আশা কর তুমি নিজেও সন্তান হয়ে তোমার মা-বাবার সেবা কর, যেমন কর্ম তেমন ফল এই জ্বলন্ত প্রমাণটি কখনও ভুলিওনা। ভিজেতে নিজে শুয়ে থেকে তোমাকে শোয়ালো শুকনো জায়গায় সেই মায়ের মমতার চোখকে কখনও তুমি ভুলেও ভিজিও না। যাঁরা ফুল ছড়িয়ে দিয়েছে তোমার জীবনের অগ্রগতির পথে সেই পথিকের পথে কখনও ভুলেও কাঁটা ফেলিও না । জীবনে সম্পত্তি অনেক পাবে, মা-বাবা পাবে কি? মা-বাবার পবিত্র আশাকে কখনও ধুলিস্যাৎ করিও না, এটা জীবনের মস্ত বড় ভুল !!!!!!! collected

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।