আমাদের কথা খুঁজে নিন

   

ডেঙ্গু ঠেকাতে মশা দিয়েই মশা নিধন

ভালো ..তবে কালো

সম্প্রতি ডেঙ্গু ঠেকাতে এশিয়ার প্রথম দেশ হিসেবে মালেশিয়া মশা দিয়েই মশা নিধন কার্যক্রম চালু করতে যাচ্ছে। আর এই কাজে পরীক্ষাগারেই উৎপন্ন করা হবে প্রজনন প্রতিরোধক মশা। এই মশার জিন পরিবর্তন করে ছাড়া হবে যাতে ডেঙ্গু মশার সঙ্গে মিলিত হয়ে জন্মনিয়ন্ত্রন করতে পারে। খবর রয়টার্সের। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, মালেশিয়ার গবেষণাগারে পুরুষ মশার জিন পরিবর্তন করা হবে।

এভাবে উৎপন্ন মশা ছেড়ে দেয়া হবে। ফলে, এই পুরুষ মশার সঙ্গে ডেঙ্গু মশার মিলনে যে মশার জন্ম হবে সেগুলো খুব কম সময় বেঁচে থাকবে। আর এভাবেই মশার বংশবিস্তার রোধ করা সম্ভব হবে বলে গবেষকরা জানিয়েছেন। গবেষকরা জানিয়েছেন, পরীক্ষাগারে তারা সফল হয়েছেন। গবেষকরা জানিয়েছেন, এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়।

এ রোগে শরীরের মধ্যে রক্তক্ষরণ, লিভার বেড়ে যাওয়া, ধমনীতে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়া বা মৃত্যুও ঘটতে পারে। আর এই রোগের সঠিক কোনো ঔষধ নেই। মালেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা লিম চুয়া লেং-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নির্দিষ্ট দুটি অঞ্চলে ২ হাজার থেকে ৩ হাজার জেনেটিক্যালি মডিফাইড মশা ছাড়া হবে। মালেশিয়ার পরিবেশবাদীদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এইরকম মশা ছাড়া হলে পরিবেশের ওপর অনাকাঙ্খিত কোনো প্রভাবও পড়তে পারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।