আমাদের কথা খুঁজে নিন

   

প্রাক-পূজা পর্ব (ছবি ব্লগ)

চুপ!
এক গত শুক্কুরবারের আগের শুক্কুরবারে গিয়েছিলাম শাঁখারীবাজারে- প্রতিমা বানানোর ফটো খিঁচতে, বিশেষ সুবিধা করতে পারি নি। মন্দিরের সন্ধান মেলে নি, কারিগরের অন্ধকার দোকান থেকে তোলা- একজন দোকানের ভিতরেই ঢুকতে দিল না যে কয়টা হাবিজাবি তুললাম আগামীকালের ব্লগীয় ফটোওয়াক কে উৎসর্গ করে পোস্ট দিতে মন চাইল। ছবি ভালো হয় নি- এত শানে নুযুলের উদ্দেশ্য যেন কেউ আমারে পচাঁ ডিম ছুঁইড়া না মারেন ছবিগুলো দেইখ্যা, বিশ্বাস করেন দোষটা আমার না (ক্যামেরার একটুখানি আর একটুখানি আইন্ধারের, আমি নাচতে জানি- উঠানটা সত্য সত্যই বেঁকা ছিল! ) আর অলরেডী যারা যীশূর পূজা-পর্ব ১ দেখে ফেলেছেন, আমারে তো শুধু পঁচা ডিম না, ছিঁড়া স্যান্ডেলও ছুঁড়তে পারেন! কিন্তু বিশ্বাস করেন আমার প্রতিমাটা যীশূ দা'রটার মতো অত সুন্দর ছিল না। ওই প্রতিমার ছবি দেখে আমার মনে হয়েছে যেন লিওনার্দোর পেইন্টিং দেখছি, অবশ্যই প্রতিমার তীক্ষ্ণ নাক-মুখের গড়ন, আনত চোখ আর সেই সাথে যীশূর চমৎকার ক্যামেরার কারসাজি। সবাইরে বলি, পিলিজ লাগে আমারে গাইল দিয়েন না, মাইনাশ দিয়েন। দুই তিন জিঘাংসা চার প্রত্যয় পাঁচ ছয় সাত আট নয় দশ আগামীকালের ফটোওয়াকের সাফল্য কামনা করছি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।