আমাদের কথা খুঁজে নিন

   

*** এক অপরিচিতা এবং একটি বিব্রতকর অবস্থা ***

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)

তখন মধ্যদুপুর ...... ব্যস্ততম এই নগরীতে তখন সবাই ব্যাস্ত ..সবাই ছুটে চলেছে যার যার আপন ঠিকানায় ..কেউ চলেছে বাসে , কেউ বা দামী প্রাইভেট কারে , কেউ বা ট্যাক্সি , রিক্সা বা অটোরিকশায় চড়ে । কলেজে গিয়েছিলাম গ্রুপ স্টাডি করতে আমরা কয়েকজন বন্ধু .. দুপুরের আগেই সবার কাজ শেষে যে আর পথে ফেরার পালা.. যথারিতি যার যার গন্তব্যে রওনা হলাম বিআরটিসির বাসে উঠে .. আমি নামলাম রাজলক্ষ্মী সুপার মার্কেট উত্তরাতে এসে ... সুবোধ বালকের মত অভার ব্রিজটা পার হয়ে রাস্তার ওপাশে গেলাম.. এই খালি প্রেম বাগান যাবেন বলে এগিয়ে গেলাম একটু সামনে.. রিক্সাওয়ালার রাজী হবার প্রেক্ষিতে উঠে বসলাম সেই ত্রিচক্র যানে .. চলতে শুরু করার একটু পরে হঠাৎ একটি অটো রিক্সা পাশ কেটে চলে গেলে..অতি স্বাভাবিক ভাবেই তার ভেতরের মানুষগুলোর অবয়ব ভেসে উঠলো চোখের ভেতর , আর তখনই দেখলাম একটি মেয়ে .. অতি সুন্দর না তবে একটা মায়াবী চেহারা, যা তাকে দেখলেই বোঝা যায় ..হয়তো সবে মাত্র ক্লাস এইট বা নাইনে পড়ে এমন মনে হল.. কিছু দুর গিয়ে যখন রেল ক্রসিং এর জন্য থামতে হল তখন ... সময়ের বিরূপ আচরনের ফল সরুপ মেয়েটির আর আমার বাহন মাত্র কয়েক হাত দুরত্ব বজায় রেখে দাড়িয়ে আছে আর সেই মেয়েটি... কেন জানি বারবার আমার দিকে ফিরে তাকাচ্ছে অতি পরিচিত কোন মানুষের মত একটা চাহনি .. অথবা সে কিছু বলতে চায় .. এমন একটা ভাব ... এভাবে কিছুক্ষন যাবার পর যখন ধীরে ধীরে আমাকে বহনকারী রিক্সা টি . অনেক টা পথ এগিয়ে গেছে .. ততক্ষণে আমার মনের হাজার চিন্তার মাঝে ঐ মেয়ের অবয়ব টি অনেক টা ধূসর হয়ে এসেছে . অতি প্রাকৃতিক ভাবেই .. কিন্তু একটু পরে যখন একটু পেছনের বাহন থেকে একটি মহিলা কণ্ঠস্বর এ বলতে শুনলাম " ছেলেটি কে ? তুমি কি তাকে চেন ? বারবার ওদিকে তাকাচ্ছো কেন ?" আর তার পরেই একটি ভীতসন্ত্রস্ত কণ্ঠ থেকে উত্তর আসলো না আম্মু আমি চিনি না এর আগে কখনও দেখিনি .......... আবার সেই মহিলার কণ্ঠস্বর "আগে বাসায় চলো তারপর তোমাকে দেখছি ... খুব পেকে গেছ তাই না..... এই কথা গুলো বলতে বলতেই পাশ কেটে যখন ঐ বাহন টি বের হয়ে যাচ্ছিলো.. ঠিক তখনই আবার দেখলাম সেই মেয়েটি এবং আবার সে শেষ বারের মত আমার দিকে তাকিয়ে চলে গেল........ তবে এবার তার মুখে একটু চাপা রাগ বা অভিমান ও লজ্জা এবং ভয়ের মিশ্রণ দেখতে পেলাম ..... এবং তখনই মনে হল আমিই বুঝি তাদের ঐ কথপোকথন এর কেন্দ্রবিন্দু .. এবং একটি অনাকাঙ্ক্ষিত সমস্যার উপসর্গ .....। যদিও ঘটনার আকস্মিকতায় আমি অনেকটা বিব্রত ও চিন্তিত ..... তবুও নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিলো ... আর বারবার একটি প্রশ্ন মনে আসছিলো...... কে এই মেয়ে এবং কেন সে এমন করলো......?????

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।