আমাদের কথা খুঁজে নিন

   

US-BD Technology Summit

লাইভ ওয়েব টিভি এর ব্লগ

সুধী, বাংলাদেশের আইসিটি সেক্টরের জন্য এই মূহুর্তে US-BD Technology Summit অত্যন্ত গুরুত্ব বহন করছে। আমাদের দেশের তথ্যপ্রযুক্তি খাতকে বহির্বিশ্বে উপস্থাপনের জন্য এ এক সুবর্ণ সুযোগ। আমাদের সফটওয়্যার এবং আইটিইএস খাতকে মার্কিন কোম্পানিগুলোর সামনে তুলে ধরাই হচ্ছে এই সম্মেলনের মূল উদ্দেশ্য। আমেরিকা বিশ্বের অন্যতম অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ। পাশাপাশি প্রযুক্তিবিষয়ক পণ্য ও সেবার সবচেয়ে বড় বাজার। আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ এবং এই সম্মেলন আমাদের দেশী উদ্যোক্তাদের জন্য একটি যথাযথ সুযোগ সৃষ্টি করেছে। এই সম্মেলন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তথ্যপ্রযুক্তিবিষয়ক মাসিক পত্রিকা কমপিউটার জগৎ এর ওয়েবসাইট comjagat.com ১৩ই অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:০০টায় আমেরিকার নিউইয়র্কের ম্যারিয়ট মারকুইস, টাইমস স্কয়ার থেকে এই সম্মেলনটি সরাসরি ওয়েবকাস্ট করছে। আসুন আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে আরো শক্তিশালী করতে comjagat.com এর মাধ্যমে এই সম্মেলনে যুক্ত হই। এক নজরে এই সম্মেলনঃ ইউএস বাংলাদেশ প্রযুক্তি সম্মেলন ম্যারিয়ট মারকুইস, টাইমস স্কয়ার, নিউইয়র্ক, ইউএসএ ১৩ই অক্টোবর ২০১০ বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা লাইভ দেখুনঃ 1. http://www.comjagat.com/ 2. http://www.comjagat.net/usbdtechsummit ধন্যবাদান্তে কমপিউটার জগৎ এবং কমজগৎ টেকনোলজিস টেকনিকাল প্রয়োজনে যোগাযোগ করুন @ ০১৯১৩৫০৯৭১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।