আমাদের কথা খুঁজে নিন

   

পথ হয়ে

বাঙলা কবিতা

মন-পোড়া কোনও চান্দ্রমাসে শ্বাপদ অরণ্য থেকে ফিরে, সে যদি হঠাৎ আসে ! আমাকে না পেয়ে___ কষ্টকে পায় ! যদি ফিরে যায় ! বেহায়া বাতাসে একা, যদি তার শাড়ি আনমনে ধুলোতে লুটায় ! যদি সে বিরহ-বনে বনে নিপুণ নিঃসঙ্গ হেঁটে পোড়ে দীর্ঘশ্বাসে, স্মৃতির স্রোতের জলে দাগ কেটে কেটে যদি সে নির্জনে একা নিজের সাথেই কথা কয় ! এইসব তীব্র বিপর্যয় আমার সাথেই যদি ঘটে! সেই ভয়; সেইটুক একমাত্র ভয়___ তাই আমি সম্ভাবনা ঘেঁটে এই বিদ্যা করেছি সঞ্চয় : পথ হয়ে ছড়িয়ে রয়েছি পথে পথে ... আনন্দে বা তীব্র বেদনায় যখন যেখানে যেতে চায়___ সে যেন আমার বুকে পা রেখে, আলতো হেঁটে যায় ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।