শাখারীবাজারের শাখার খ্যাতি গোটা এশিয়াজুড়ে। শতাধিক বছরের পুরোনো এ শাখারী বাজারের শাখা তৈরী সম্পূর্ন মানুষের দ্কথাকে পুজি করে। এখানকার অনেক শাখার কারিগরই ৩০-৪০ বছর ধরে একাধারে শাখা বানিয়ে যাচ্ছেন। ছোট্ট এক অন্ধকার ঘরে ঘাম ঝড়িয়ে তৈরী করেন শাখা, যা হিন্দু নারীরা হাতে পড়েন উতসব পার্বন বা এমনিতেই।
এমন একজন কারিগড় নরেন বাবু।
প্রায় ২৫ বছরই ধরে করছেন শাখা তৈরীর কাজ। প্রতিটি শঙ্খ কেটে ২/৩ টি শাখা তৈরী করেন। মজুরী পান প্রতি শতে ১০০ টাকার মতো। সে হিসেবে দৈনিক তার কামাই হয় ২০০ থেকে ৩০০ টাকা। এ দিয়েই চলে তার সংসার।
সম্প্রতি শাখারীবাজার ভ্রমণে তোলা কিছ ছবি দিয়েই সাজালাম আমার আজকের ছবি ব্লগ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।