আমাদের কথা খুঁজে নিন

   

World Calculator

https://www.facebook.com/ekramict

আজব ১ টা Calculator দেখলাম আজকে। আমরা প্রায় ই নানারকম পরিসংখ্যান পড়ি যে- পৃথিবীতে প্রতি সেকেন্ডে এত জন লোক মারা যায়, এত জন জন্ম নেয়, এতটা দুর্ঘটনা ঘটে ইত্যাদি ইত্যাদি। এই Calculator টার কাজ হল অনলাইন এ প্রতি মুহূর্তে এইরকম বেশ কিছু তথ্য আপডেট করা। এই Calculator দিয়ে যা যা দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল- ১. পৃথিবীর জনসংখ্যার প্রতি সেকেন্ড এর হিসাব। ২. প্রতি সেকেন্ড এ কয়জন মারা যাচ্ছে তার হিসাব।

এখানে কি কি কারন এ কয়জন মারা যাচ্ছে তাও বলে দেয়া আছে। ৩. প্রতি সেকেন্ডে বিভিন্ন দুর্ঘটনা এবং রোগে কত জন আক্রান্ত হচ্ছে তারও হালনাগাদ ডাটা আছে। ৪. প্রতি সেকেন্ডে পরিবেশ এর কিছু পরিবর্তন এর ডাটা। ৫. প্রতি সেকেন্ডে কি পরিমান খাদ্য উৎপাদন হচ্ছে, যেমন-ডিম, মুরগি, মাংস ইত্যাদি। এবং আরও অনেক কিছু।

Calculator টি দেখতে হলে নিছের লিঙ্ক এ ক্লিক করুন। http://www.poodwaddle.com/worldclock.swf

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।