আমাদের কথা খুঁজে নিন

   

আজ রেল লাইন-এ সমাবেশ কাল শুনবো ১১০০০ ভোল্টের তারে ঝুলে সমাবেশ.....(?)

ধর্ম যার যার , বাংলাদেশ সবার

ভালোকথা ....স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন ....তবে রেল লাইনের উপরে কেন......আর এতই যদি দেশপ্রেম থাকে তাহলে ট্রেনের যাত্রীদের মালামাল লুন্ঠন কেন? তারপর রাস্ট্রীয় সম্পত্তি আগুন লাগিয়ে দেয়া (এটাই বোধহয় প্রথম বাংলাদেশে ট্রেনে অগ্নি সংযোগ) ...এটাই বুঝি আপনার গণতন্ত্র । যাহোক সামনে আর কী কী দেখতে হবে জানি না .........জোট সরকারের কথা জনগণ ভুলে যায় নি এখনো.......অন্তত আর একটা বাংলাভাই এখনো তৈরী হয়নি ...........। পাঠক ভাবছেন আমি বোধহয় আওয়ামী পন্থি......হা হা । আমি এখন পুরোটা গণতন্ত্র বিরোধী ফর বাংলাদেশ। উভয় নেত্রীদ্বয় কে বলি ....নিজের সংসারের খোজ খবর রাখুন সন্তানকে ভালোবসুন.....দেখবেন দেশকেও আস্তে আস্তে ভালোবাসতে পারবেন । .....কেন কী....এটার বড় অভাব আজ বাংলাদেশে...... সু-প্রভাত সবাইকে,,,,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।