আমাদের কথা খুঁজে নিন

   

আজ আনন্দের দিন--- আজ কষ্টের দিনও

জসীমউদ্দীন,বালুখালী,রাঙ্গামাটি।

আজ আনন্দের দিন। নিউজিল্যান্ডকে হারিয়েছি আমরা । এখন সিরিজ জয়ের স্বপ্ন । আজ যতগুলো ক্রিকেট বিষয়ক পোষ্ট পড়েছি সবাইকে প্লাস দিয়েছি।

আমিও লিখেছিলাম একটি। এমন একটি জয়ে আমরা সবাই একসাথে উল্লাস করি। আবার কখনো কখনো পরাজয়ে একসাথেই সবাই ব্যতিত হই কাদিঁ। একটি জয় আমাদের ভুলিয়ে দেয় রাজনৈতিক বিভেদ। আস্তিক - নাস্তিকের সীমাবদ্ধতা ছাড়িয়ে সবাই একসাথে আনন্দে উল্লাস করি।

আহা - কি যে ভাল লাগে তখন! এমন আনন্দে দুচোখ আমাদের ভিজে যায়, আসলে আমরা সবাই আমাদের দেশকে অনেক ভালবাসি। আজ কত ধরনের যে পোষ্ট দেখলাম! শুধুমাত্র একটি জয়কে নিয়ে। কেউ আমরা নিউজিল্যান্ডকে উন্নতির পরামর্শ দিয়েছি। কেউ প্রশ্ন তুলেছি বাংলাদেশ কেন এত দুর্বল দলের সাথে খেলছে! কেউ বলছে পরের ম্যাচেও যেন নিউজিল্যান্ডকে হালকাভাবে না নেয়! এ সব কিছুই বাড়াবাড়ি কিংবা পাগলামি নয়, সবকিছুই আমাদের আনন্দের বহি:প্রকাশ মাত্র। আজ যতগুলো পোষ্ট পেয়েছি ক্রিকেট জয় নিয়ে সবাইকে + দিয়েছি।

যদিও আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি। তবুও হেরে গেলে ভীষন ভীষন কষ্ট পায়। এই যে আজ এমন একটি আনন্দের দিন,তার মাঝেও কি দু:খ আমাদের তুরাগ নদী আমাদের কাঁদিয়েছে। সিরাজগন্জে ট্রেনে কাটা পড়ে মারা গেছে নাকি ৫জন। এসব দুর্ঘটনা আমাদের যেন এখন নিত্য দিনের সঙ্গী।

আর আমরা এ সব নিয়েও রাজনৈতিক মত ভিন্নতার কারনে বিবাদে জড়িয়ে পড়ছি। আমরা একটু যদি সচেতন হই এ সব দুর্ঘটনা এড়ানো সম্ভব। এমন দুর্ঘটনা আমাদের না আসুক। প্রতিনিয়ত আর কত জ্বালা যন্ত্রনা পাবে বাংলাদেশ। আমরাতো এমনটা চাই না।

ক্রিকেটের মত প্রতিটি ক্ষেত্রে আমাদের জয় হোক। জয় হোক বাংলাদেশের। জয় হোক বাংলাদেশের প্রতিটি মানুষের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।