আমাদের কথা খুঁজে নিন

   

সরকারী-বেসরকারী উদ্যোগে শিক্ষা ব্যবস্থায় তথ্য-প্রযুক্তির ব্যবহারের পাইলট কর্মসূচি



আজ ১১ অক্টোবর ২০১০ দুপুর ১২ টায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কার্যালয়ে "সরকারী-বেসরকারী উদ্যোগে শিক্ষা ব্যবস্থায় তথ্য-প্রযুক্তির ব্যবহারের পাইলট কর্মসূচি" বাস্তবায়নের উদ্দেশ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রবাসী বাংলাদেশীদের সংগঠন "ভলান্টিয়ার্স এসোসিয়েশন ফর বাংলাদেশ (ভ্যাব), নিউজার্সি" এবং বাংলাদেশের উন্নয়নে তথ্য প্রযুক্তি বিষয়ে পথিকৃত বেসরকারী সংস্থা ডি.নেট যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে৷ চুক্তি স্বাক্ষর অনুষ্টানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-র নির্বাহী পরিচালক জনাব মাহ্ফুজুর রহমান, ডি.নেট-র নির্বাহী পরিচালক জনাব অনন্য রায়হান এবং "ভলান্টিয়ার্স এসোসিয়েশন ফর বাংলাদেশ (ভ্যাব), নিউজার্সি" এর প্রতিনিধি হিসাবে অজয় কুমার বসু, কর্মসুচি সমন্বয়কারী, কম্পিউটার সাক্ষরতা কর্মসুচি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন৷ প্রকল্পটির মেয়াদকাল জুলাই, ২০১০ থেকে জুন, ২০১৩ এবং মোট ব্যয় ৬৮৯.৩০ লক্ষ টাকা, যার মধ্যে সরকারী অংশ ৪৫১.১৮ লক্ষ টাকা এবং বেসরকারী অংশ ২৩৮.১২ লক্ষ টাকা ৷ এই প্রকল্পের ভৌত লক্ষ্যমাত্রা সমূহ নিম্নরুপ: ১০০ টি মাধ্যমিক বিদ্যালয়ে বিকল্প বিদ্যুত ব্যবস্থা সহ কম্পিউটার শিক্ষা কেন্দ্র স্থাপন; ১০০ টি মাধ্যমিক বিদ্যালয়ে বিকল্প বিদ্যুত ব্যবস্থা সহ স্মার্ট ক্লাসরুম স্থাপন; ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর ইংরেজী বিষয়ে বিদ্যমান মাল্টিমডিয়া উপকরণের উন্নয়ন; ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে বিদ্যমান মাল্টিমডিয়া উপকরণের উন্নয়ন; এবং ৯ম ও ১০ম শ্রেণীর ভূগোল বিষয়ে নতুন মাল্টিমডিয়া উপকরণ প্রস্তুত করা৷ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিক্ষণ লক্ষ্যমাত্রা সমূহ: ৬০০ শিক্ষক প্রশিক্ষণ; শিক্ষণ চলাকালে তিনটি বিষয়ে (৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর জন্য ইংরেজী, বিজ্ঞান বিষয়ে বিদ্যমান মাল্টিমডিয়া উপকরণের উন্নয়ন এবং ৯ম ও ১০ম শ্রেণীর জন্য ভূগোল বিষয়ে নতুন মাল্টিমডিয়া উপকরণ তৈরী) মাল্টিমিডিয়া উপকরণ ব্যবহার করে শিক্ষাদান; শিক্ষণ চলাকালে কম্পিউটার বিষয়ে শিক্ষা প্রদান; বিদ্যালয় কার্যক্রম শেষে স্থানীয় এলাকাবাসীর জন্য কম্পিউটার প্রশিক্ষণ ও আনুষাঙ্গিক সেবা প্রদানের ব্যবস্থা চালু; ৩ বছরে মোট ১৫,০০০ শিক্ষার্থীকে তথ্য প্রযুক্তি শিক্ষা প্রদান; এবং ৩ বছরে মোট ৩৫,০০০ শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তি ভিত্তিক ইংরেজী, বিজ্ঞান ও ভূগোল বিষয়ে শিক্ষা প্রদান৷ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিসি'র পক্ষে জনাব আজাদ আবুল কালাম, উপ-সচিব, জনাব তারেক বরকতুল্লাহ, সিনিয়র সিস্টেম এ্যানালিস্ট, জনাব মুনীর হাসান, পরামর্শক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় এবং ডি.নেট এর পক্ষে জনাব ফরহাদ উদ্দিন, উপপরিচলাক ও জনাব মোশাররফ হোসেন, উপপরিচালক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে (বাঁ দিক থেকে) জনাব ফরহাদ উদ্দিন, উপপরিচালক, ডি.নেট, জনাব মাহফুজুর রহমান, নির্বাহী পরিচালক, বিসিসি, জনাব মুনীর হাসান, পরামর্শক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়, জনাব আবুল কালাম আজাদ, উপ-সচিব, জনাব তারেক বরকতুল্লাহ, সিনিয়র সিস্টেম এ্যানালিস্ট, জনাব অনন্য রায়হান, নির্বাহী পরিচালক, ডি.নেট, জনাব অজয় কুমার বসু, কর্মসুচি সমন্বয়কারী, কম্পিউটার সাক্ষরতা কর্মসুচি, ভলান্টিয়ার্স এসোসিয়েশন ফর বাংলাদেশ (ভ্যাব), নিউজার্সি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।