আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম -১০১



বাংলায় ঢোকার পর অধিকাংশ সংস্কৃত শব্দ তার আসল চরিত্র বা অর্থ থেকে দূরে সরে যায়। অদ্ভুত শব্দটিও তার ব্যতিক্রম নয়। সংস্কৃতে অদ্ভুত মানে বিস্মকর। কিন্তু বাংলায় শব্দটির অর্থ উদ্ভট বা সৃষ্টিছাড়া। অবশ্য বিস্ময়কর অর্থেও শব্দটির ব্যবহার বাংলায় বিরল নয়।

তবে সংস্কৃতে অদ্ভুত শব্দটি 'সৃষ্টিছাড়া' বা 'উদ্ভট' অর্থে ব্যবহৃত হয় না। সংস্কৃতে অদ্ভুত মানে বিস্ময়কর, আশ্চর্য (অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ - জীবনানন্দ দাশ)। অদ্ভুত বানান লিখতে গেলে একটি কথা খেয়াল রাখলে হবে। আর তা হচ্ছে : কিম্ভূতে ভূত থাকলেও অদ্ভুতে 'ভূত' নেই। কারণ শব্দটির ব্যুৎপত্তি হচ্ছে অৎ+(ভূ+উত)।

শেষের এই 'উত' প্রত্যয়ের কারণে দীর্ঘ উকারান্ত 'ভূ' হয়ে গেছে ভুত। স্বরাগমে অদ্ভুত শব্দিট 'অদভুত' বা 'অদভূত' হয়ে যেতে পারে। মধ্যযুগের বাংলায় তাই অদভুত ও অদভূত বানান দেখা যায় (অদভুত লাগে তোর সুনিআঁ বচন - বড়ূ চণ্ডীদাস)। প্রাকৃতে অদ্ভুত শেব্দর সমতুল শব্দ হচ্ছে অদঅভুঅ, অদভুয়া। সংস্তৃতে এক প্রকার কাব্যরসের নামও অদ্ভুত।

কোনো রচনার অলোকসামান্য বস্তু বা বিষয়ের বর্ণনা ও তার গুণাবলির মহিমা পাঠ করতে করতে বিস্ময়ে অভিভূত এবং স্তম্ভ, রোমাঞ্চ, স্বেদ, সম্ভ্রম, গদগদ বচন, নেত্রের বিকাশ ইত্যাদির সঙ্গে অন্তকরণ দ্রবীভূত হলে এই রসের সঞ্চার হয়েছে বলা যায়। নাট্য শাস্ত্রে উপাঙ্গভিনয় ভঙ্গীই অদ্ভুত। যাই হোক, 'অদ্ভুত' বানান শুদ্ধ, 'অদ্ভূত' বানান শুদ্ধ নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।