আমাদের কথা খুঁজে নিন

   

গেম থেকে সরানো হলো 'তালেবান'

ভালো ..তবে কালো

সম্প্রতি অন্যতম শীর্ষস্থানীয় গেম নির্মাতা প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস ‘মেডাল অফ অনার’ নামে একটি গেম তৈরি করেছে। এই গেমটিতে মাল্টিপ্লেয়ার মোডে গেমারকে একটি দলের নিয়ন্ত্রন নিয়ে খেলতে হয়। মার্কিন সৈন্যদের বিরুদ্ধে তালেবান যোদ্ধাদের নিয়ে খেলা এই গেমটি থেকে ‘তালেবান’ নামটি সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর সিএনএন-এর। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, শুটার গেমটি তৈরির সময় ইলেকট্রনিক আর্টস প্লেয়ার নির্বাচনের সময় তালেবান নামের অপশনটি রেখেছিলো।

কিন্তু এই নামটি বাদ দিয়ে এখন তার পরিবর্তে ‘অপোজিং ফোর্স’ নামটি যুক্ত করছে। জানা গেছে, এমাসের ১২ তারিখে বাজারে আসছে ‘মেডাল অফ অনার’ গেমটি। ইলেকট্রনিক আর্টসের কর্মকর্তা গ্রেগ গুডরিচের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গেমের প্লেয়ার নির্বাচনের বেলায় তালেবান নামটি থাকায় তারা এ বিষয়ে বিভিন্ন অভিযোগ পেয়েছেন। আর তাই এই নামটি পরিবর্তন করা হয়েছে। গ্রেগ গুডরিচ জানিয়েছেন, নাম পরিবর্তনের বিষয়টি গেমের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।