আমাদের কথা খুঁজে নিন

   

কেন আমি শ্যাওলা ধরা উঠান



উঠানে শ্যাওলা পড়লে কি হয় সবারই জানা। পা টিপেটিপে হাঁটতে হয়। ছোটকালে আমার নানীরে দেখতাম তার উঠান ভর্তি শ্যাওলা পরিস্কার করতে। বিশেষ করে বৃষ্টির দিনগুলোতে ঘনঘন পরিস্কার করতে দেখতাম। একবার কি কারণে বেশ কিছুদিন পরিস্কার করতে পারেন্নি।

তো এর মধ্যে একদিন মুষলধারায় বৃষ্টি শুরু হলো। নানী আমাদের ছোটদেরকে সাবধানে চলাচল করতে বলতে ছিলেন। কে শুনে কার কথা! আমরা কয়েক জন বন্ধু মিলে বৃষ্টিতে ভিজতে ছিলাম। আমরা উঠোনে দিব্যি দৌঁড়াদৌঁড়ি করে বেরাচ্ছি দেখে নানীর পিত্তি জ্বলা শুরু করলো। অতিষ্ট হয়ে ঝাড়ু নিয়ে পিছু ধাওয়া করলেন।

কিছুদূর গিয়ে তিনি পা পিছলে ধপাস করে পড়ে গেলেন। এই দেখে আমাদের খুশী যেন আরও কয়েকগুন বেড়ে গেল। তখন অনেক হাসলেও এখনকার দিনে ঘটনাটা মনে পড়লে বেশ কষ্ট লাগে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।