আমাদের কথা খুঁজে নিন

   

কিছু ভুল ধারনা

আর একটি যুদ্ধ চাই
কিছু কিছু প্রচলিত ধারনা রয়েছে যেগুলি ভুল। দীর্ঘদিন সমাজে প্রচলিত থাকায় অনেকে ভাবেন এগুলি চিকিৎসা শাস্ত্রের প্রমানিত সত্য , কিন্তু এগুলি আসলে ভুল ধারনা, কুসংস্কার মাত্র। কম আলোতে পড়লে চোখের ক্ষতি হয় এটি একটি ভুল ধারনা। কম আলোতে পড়লে চোখের কোন ক্ষতি হয় না। কম আলোতে পড়লে চোখে চাপ পড়ে এবং একারনে অস্বস্তি লাগে কিন্তু এতে চোখের স্হায়ী কোন ক্ষতি হয় না বা চশমা নিতে হয় না।

মৃত্যুর পরও নখ আর চুল বাড়তে থাকে আমাদের দেশে তেমন প্রচলিত না হলেও পশ্চিমা বিশ্বে প্রচলিত ভুল ধারনা। মৃত্যুর পর ত্বক কুচকে যাবার কারনে নখ কিছুটা বড় দেখায়। আসলে বড় হয় না। আমরা আমাদের ব্রেনের শতকরা মাত্র ১০ ভাগ ব্যাবহার করি এটিও প্রচলিত ভুল ধারনা। অনেক মন নিয়ন্ত্রন প্রোগ্রাম ব্রেনের বাকি ৯০ ভাগকে কর্মক্ষম করার কথা বললেও আসলে আমাদের ব্রেনের পুরোটাই এমনিতেই কাজ করে।

ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন অংশ ব্যাবহার হয় মাত্র। প্রতিদিন ৮ গ্লাস পানি খাওয়া প্রয়োজন এটিও ভুল বলে প্রমানিত হয়েছে। প্রতিদিন ২.৫ লিটার পানি শরীরের প্রয়োজন হয় যার অনেকটাই অন্যান্য খাবার ( ভাত, সবজী, ড্রিংন্ক্স ) থেকে পাওয়া যায়। তাই ৮ গ্লাস পানি পান করার ধারনাটি সঠিক নয়। আশ্চর্য বিষয় হলো প্রায় ২৫ গ্লাস পানি একবারে পান করলে মানুষ মারা যেতে পারে, এটিকে পানির বিষক্রিয়া বলে।

সেভ করলে লোম দ্রুত বাড়ে এবং শক্ত হয় এটিও ভুল। সেভ করলে বা রাসায়নিক দিয়ে লোম তুলে ফেললে লোম বেশী হয় না এবং শক্তও হয়না। সেভ করার পড় গজানো নতুন লোমের অগ্রভাগ চেপ্টা থাকায় তা প্রথমে শক্ত মনে হয়। ধারনা গুলি এতই প্রচলিত যে লেখার সময় আমি নিজেই সন্দেহে পড়ে গেছি যে সত্যি কিনা।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।