আমাদের কথা খুঁজে নিন

   

‘বিশ্ব ব্যাংকের অপেক্ষা না করলে কাজ শুরু করা যেত’

শুক্রবার মাদারীপুরে সাইট এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “দ্বিতীয়বার বিশ্বব্যাংকের জন্য অপেক্ষা না করলে এতদিনে পদ্মা সেতুর মূল কাজ শুরু করা সম্ভব হতো।”
দুপুরে শিবচরে পদ্মা সেতু পুনর্বাসন এবং এপ্রোচ সড়কের সাইট এলাকা পরিদর্শন শেষে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউজে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
যোগাযোগ মন্ত্রী বলেন, শরীয়তপুরের জাজিরা পর্যন্ত এপ্রোচ সড়ক ১১শ’ কোটি টাকার কাজে মালামাল ক্রয় এবং লোকবল নিয়োগ করা হয়েছে। সেনাবাহিনীকে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেয়া হয়। এখন কাজ শুরুটা সময়ের ব্যাপার মাত্র।
“আমরা আশা করি সেপ্টেম্বরের মাঝামাঝি এর নির্মাণ কাজ শুরু করতে পারব,” বলেন কাদের।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক নুর উর রহমান, পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম প্রমুখ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.