আমাদের কথা খুঁজে নিন

   

১০.১০.১০



আজ ১০ অক্টোবর ২০১০। অফিসে আমরা যেভাবে তারিখ লিখি তাতে লেখা হবে ১০.১০.১০। আবার ১০০ বছর পর ২১১০ সালে এভাবে এ তারিখটি লেখার সুযোগ মিলবে। আমরা আজ যারা বেঁচে আছি সেই তারিখে ১০০ বছর পর কারোরই বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। এভাবে মজার তারিখ লেখার সুযোগ শুরু হয়েছে ২০০১ সালে; চলবে ২০১২ সাল পর্যন্ত।

২০০১ সালের ১লা জানুয়ারী লিখেছি ০১.০১.০১। ২০০২ সালের ২রা ফেব্রুয়ারী লিখেছি ০২.০২.০২। ২০০৩ সালের ৩রা মার্চ লিখেছি ০৩.০৩.০৩। ২০০৪ সালের ৪ঠা এপ্রিল লিখেছি ০৪.০৪.০৪। ২০০৫ সালের ৫ই মে লিখেছি ০৫.০৫.০৫।

২০০৬ সালের ৬ই জুন লিখেছি ০৬.০৬.০৬। ২০০৭ সালের ৭ই জুলাই লিখেছি ০৭.০৭.০৭। ২০০৮ সালের ৮ই আগস্ট ০৮.০৮.০৮। ২০০৯ সালের ৯ই সেপ্টেম্বর লিখেছি ০৯.০৯.০৯। আজ লিখছি ১০.১০.১০।

২০১১ সালের ১১ই নভেম্বর লেখা হবে ১১.১১.১১। ২০১২ সালের ১২ই ডিসেম্বর লেখা হবে ১২.১২.১২। আবার ২১০১ সাল থেকে ২১১২ সাল পর্যন্ত ১২ বছর চলবে সংখ্যার এই মজার খেলা। এখন কথা হলো এই মজার তারিখগুলোতে কি অফিস খোলা ছিলো ? সব দিন কি অফিসে তা ব্যবহার করতে পেরেছি বা পারবো ? জবাব- না। কারণ - ০১.০১.০১- সোমবার ০২.০২.০২-শনিবার ০৩.০৩.০৩-সোমবার ০৪.০৪.০৪-রবিবার ০৫.০৫.০৫-বৃহস্পতিবার ০৬.০৬.০৬-মঙ্গলবার ০৭.০৭.০৭-শনিবার ০৮.০৮.০৮-শুক্রবার ০৯.০৯.০৯-বুধবার ১০.১০.১০-রবিবার ১১.১১.১১-শুক্রবার ১২.১২.১২-বুধবার এই দিন গুলোকে স্মরণীয় করে রাখার জন্য পশ্চিমা জগতে বা দূরপ্রাচ্যের লোকজন নানা কাজ করে।

কেউ দল বেঁধে বিয়ে করে। কেউ অনাগত সন্তানের জন্ম এগিয়ে পিছিয়ে নেয় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে। সাম্প্রতিক বছরগুলোতে বাংরাদেশও এই দলে যোগ দিয়েছে। আজ একটা ব্যতিক্রমী কাজ হবে। পালিত হবে বাইনারী দিবস।

কারণ আজকের তারিখটি ১০.১০.১০। বাইনারী সংখ্যাও লেখা হয় ১.০.১.০ এভাবে। আরেকটা ছোট তথ্য মনে পড়ছে। দৈনিক যায়যায়দিন প্রকাশিত হয়েছিলো ০৬.০৬.০৬ তারিখে। সাপ্তাহিক যায়যায়দিন বের হতো মঙ্গলবারে।

সেদিনও ছিলো মঙ্গলবার আর তারিখটাও মোক্ষম ০৬.০৬.০৬। পেছনের পৃষ্ঠায় বেশ বড়ো করেই ওরা ছেপেছিলো তারিখটা। যে যাই করুন সংখ্যার এই খেলাটা আমরা ভালোই উপভোগ করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।