আমাদের কথা খুঁজে নিন

   

১০-১০-১০ নিয়ে ভাইরাস হুমকি!

মানুষ যাহা চায় তাহা পাওয়ার সুযোগ আসবেই যদি সে মন থেকে চায়
অক্টোবর ১০, ২০১০ বা ১০-১০-১০ তারিখটা যতোই সুন্দর হোক না কেনো কম্পিউটার বিশেষজ্ঞরা এই দিনটি নিয়ে সতর্কতা অবলম্বন করতেই পরামর্শ দিয়েছেন। কারণ এই তারিখটির আড়ালেই শক্তিশালী ভাইরাস বা ম্যালওয়্যার ছড়িয়ে দিতে পারে হ্যাকাররা। খবর এএফপি-এর। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, সম্প্রতি গুজব তৈরি হয়েছিলো ১০ অক্টোবর ২০১০ সকাল ১০ টা ১০ মিনিটে ‘১০/১০/১০’ নামের ভাইরাস কম্পিউটারে ছড়িয়ে পড়বে। কিন্তু কম্পিউটার সিকিউরিটি ফার্ম সফোস বিষয়টি স্রেফ গুজব বলেই জানিয়েছে। সফোসের কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞ গ্রাহাম ক্লুলেই জানিয়েছেন, ভাইরাস আক্রমণের বিষয়টি ফেসবুকের ‘উইল মাই কম্পিউটার স্টিল ওয়ার্ক অন ১০/১০/১০ অ্যাট ১০.১০ এএম?’ নামের গ্রুপটি থেকে তৈরি হয়েছে। তিনি আরো জানিয়েছেন, বিশেষ বিশেষ দিনগুলোতে ভাইরাস আক্রমণের ঘটনা ঘটেছে তাই ১০/১০/১০ এর মতো তারিখ এর মতো মজার একটি তারিখে এই ধরনের গুজব রটতেই পারে। তবে তিনি এই দিনটিতে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন। ক্লুলেই এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রতিদিন গড়ে ৬০ হাজারেরও বেশি ম্যলিসাস সফটওয়্যার ছড়াচ্ছে তাই শুধু বিশেষ দিন বলেই নয়, বছরের প্রতিটি দিনই আমাদের সতর্ক থাকা প্রয়োজন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মিন্টু/অক্টোবর ০৯/১০
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।