আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাপি বার্থ ডে - ফারদিন

সুখি হওয়ার সবচেয়ে সহজ উপায় বিবেক হীন হওয়া।
১২ আগস্ট ২০১৩, আমার সোনা বাবুটার প্রথম জন্মদিন। মেইডেন বার্থ ডে বলে কথা। তাই ঈদের আমেজ শেষ হতে না হতেই গ্রামের বাড়ি ছেড়ে ঢাকা চলে আসতে হয় আমাকে। এম্নিতেই বহুমাত্রিক ব্যস্ততার কারনে অনেক সামাজিক অনুষ্ঠানে যোগদানের সুযোগ হয়ে উঠে না আমার।

কিন্তু কাজের অজুহাতে নিজ সন্তানের জন্মদিনে অনুপস্থিতি কিছুতেই সমর্থন যোগ্য নয়। তাই গ্রামের বাড়ির অসমাপ্ত কাজ ফেলেই চলে আসি ১১ তারিখ সন্ধ্যায়। আমার এ বাবুটা গত বছর পৃথিবীর আলো দেখার পর একটা সুন্দর নাম চেয়ে ব্লগে পোস্ট দিয়েছিলাম। অনেকেই অনেক সুন্দর সুন্দর নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু শেষ অব্দি তার নাম রেখেছি – জাওয়াদ তাহমিদ ফারদিন।

কেউ এই নাম প্রস্তাব করেছিলেন কিনা এ মুহূর্তে স্মরণে আসছেনা। তবে যারা সেই পোস্টে কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়েছেন তাদের প্রতি থাকল অনেক অনেক কৃতজ্ঞতা। আমার বাবুটা এখন ঘর আলো করে চার পায়ে কিংবা চার চাকার গাড়িতে করে ঘুরে বেরায় এক রুম থেকে অন্য রুমে। মুখে আধো আধো বুলি ফুটতে শুরু করেছে মাত্র । সে হয়েছে বাবার ভীষণ ভক্ত , দেখা মাত্রই ছুটে আসে কোলে চড়ার জন্য।

ওকে কোলে তুলে নিই আমি পরম স্বর্গীয় মমতায়। আমার অর্থহীন জীবনকে তখন অনেক বেশি পরিপূর্ণ আর পরিতৃপ্ত মনে হয়। আমি বাবুটার জন্য সবার কাছে দোয়া চাইছি, সে যেন মানুষের মত মানুষ হয়ে পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারে। নিচে তার জন্মদিন উদযাপনের কিছু ছবি শেয়ার করা হল। ( বিঃ দ্রঃ ইহা একটি কিঞ্চিৎ বিলম্বিত পোস্ট)
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.