আমাদের কথা খুঁজে নিন

   

চে তোমার মৃত্যু আর আমাদের অপরাধী করে না।

সত্য সমাগত, মিথ্যা অপসৃত...............।

চে তোমার মৃত্যু আর আমাদের অপরাধী করে না। আমাদের এখন আর দেরি হয় না! আমরা প্রগতিবাদী- সময়ের আগে দৌড়ে যাই অলক্ষ্যে- তোমার ছবি আমাদের টিশার্টে- ‘আমরা স্মার্ট’ হয়ে যাই। ব্যান্ডেনায় জড়ানো তোমাকে নিয়ে উদ্দাম নৃত্যে মাতাল হই-‘বন্ধু-আড্ডা-গানে’ হারিয়ে যাই, নেসকাফের মগে 'চুমুকে-চমক'- নিষ্পলক তোমাকে পান করে ‘সামনে এগিয়ে যই’। হাভানা চুরুট হাতে নির্বাক তুমি আমাদের অনিঃশেষ পুড়ে যাওয়া দেখতে থাকো- এ প্রান্তে জ্বলে বেনসন অ্যান্ড হেইজেস কিংবা মার্লবোরো- ও প্রান্তে আমাদের পাপবোধের ছাই। চে, তুমি অনেক বদলে গেছো আজ। তুমি আজ পুঁজিবাদের হাতিয়ার; সেয়ানা শেয়ালের অসহায় শিকার। তুমি চেয়েছিলে এ পৃথিবী হবে কিউবা-কঙ্গো; জানো না কবেই শেষ হয়েছে সব বলিভিয়ার অরণ্যে! বিঃদ্রঃ দশ মিনিটে লেখা একটি অ-কবিতা; ভুল-ত্রুটি মার্জনীয়। আসল কবিতাটি সুনীল গঙ্গোপাধ্যায়ের। “চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়- আমি এখনও প্রস্তুত হতে পারি নি, আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে আমি এখনও সুড়ঙ্গের মধ্যে আধো-আলো ছায়ার দিকে রয়ে গেছি, আমার দেরি হয়ে যাচ্ছে চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়!”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।