আমাদের কথা খুঁজে নিন

   

১৬০ কারখানার সদস্য পদ স্থগিত করলো বিজিএমইএ

নিরাপদ কর্মপরিবেশ না থাকায় একশ ৬০টি পোশাক কারখানার সদস্য পদ স্থগিত করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সমিতি বিজিএইএ।বিজিএমইএ থেকে জানা যায়, জেনারেলাইজড সিস্টেম প্রিফারেন্সেস (জিএসপি) সুবিধা ফিরিয়ে আনার জন্য পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নত করার লক্ষ্যে বিজিএমইএ থেকে আটশ ৮৫টি কারখানা পরিদর্শন করা হয়।পরিদর্শন শেষে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে একশ ৬০টি কারখানার সদস্য পদ স্থগিত করে বিজিএমইএ। এর ফলে, কারখানাগুলো বিজিএমইএ থেকে আর ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) পাবে না। আর ইউডি সুবিধা না পেলে এই কারখানাগুলো কোনো পণ্য আমদানি বা রফতানি করতে পারবে না।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।