আমাদের কথা খুঁজে নিন

   

হিন্দী মুভি বাংলা রিভিউ- “Dabangg”



একটি মুভিতে বরাবরই আমরা যেটা খুঁজে পাই সেটা হলো মানুষের সামাজিকতা এবং শিল্প সংস্কৃতির এক কাল্পনিক রুপ। যেই মুভিটি মানুষের মনের কাছাকাছি যেতে পারে সেটিকেই মানুষ বারবার দেখে। গেঁথে রাখে নিজের মনের ভিতর বছরের পর বছর। কিন্তু জীবন আজকাল খুব গোলমেলে হয়ে গেছে। মানুষ আজকাল চায় কিছু নতুনত্ব।

কিছু অন্যরকম। তবে Dabangg মুভিটির সাফল্যের কারণে সত্যি ভয় হচ্ছে যে মানুষের মন মানসিকতা কী এতটাই পরিবর্তিত হয়ে যাচ্ছে?? পুরো মুভিতে শুধুমাত্র ধুম-ধারাক্কা মারামারি। আর কিচ্ছু নেই। কিছু কিছু মারামারির দৃশ্য সত্যিই খুব বীভৎস রকমের। এই ফালতু মুভিতে কিছুটা কাহিনী ছিল যেটাকেই সহজেই ফুটিয়ে তোলা যেত অন্যভাবে।

কিন্তু কিছুই করা হয়নি। Dabangg এর কাহিনী পুরোটা জুড়েই আছে একজন যার নাম চুলবুল পান্ডে ( Salman Khan) । পেশায় একজন ঘুষখোর পুলিশ। নিজেকে রবিন হুড পান্ডে বলে জাহির করে। কারণ টাকা খায় শুধুমাত্র অসাধু লোকদের কাছে।

পরিবারে আছে তার মা ( Dimple Kapadia), সৎ ভাই মাখনচাঁন ( Arbaaz Khan) এবং সৎ বাপ প্রজাপতি পান্ডে (Vinod Khanna) । সৎ বাপ ছোটবেলা থেকেই নিজের ছেলেকে একটু বেশী ভালবাসে। এজন্য দুচোখের বিষ তিনি চুলবুলের কাছে। এদিকে মাখন ভালবাসে নির্মলাকে (Mahi Gill)। মাখন শালা একটা গাধা কিসিমের পাবলিক।

আর ওর বাপ একটা লোভী মানুষ। বিয়া দিমু নিজের পোলারে যাতে যৌতুকের টাকা দিয়ে কারখানাতে লাভ হয়। মুভিটির পরিচালকও যেন যৌতুক নেয়ার পক্ষপাতী। বেচারা মাখন। বাপ তো বাপ আবার মুভির কাহিনীও যৌতুকপন্থী?? কি আর করা?? চুরি করে নিজের বাড়ির আলমারি থেকে চুলবুলের টাকা।

সেটা নিয়ে মেয়ের বাপকে দেয় । মেয়ের বাপও আরেক চিজ। আগে কইতো: আমি একজন শিক্ষক!! আমি যৌতুক দিমু না। কিন্তু চুরির টাকা দেখে বলে ঠিক আছে। এদিকে মাথা চাড়া দেয় এলাকার নামি দামি গুন্ডা ছেদী(ফুটা) সিং (Sonu Sood) ।

চুলবুলের জন্য তার অনেক ক্ষতি হয়ে গেছে। ব্যস চুলবুলের বাড়িতে Attack। ফলাফল মায়ের মৃত্যু। চুলবুল চলে যায় বাসা থেকে। এদিকে মুভিতে হাজির হয় তার ভালবাসা রাজো ( Sonakshi Sinha)।

রাজোর বাপের মৃত্যু দিনে চুলবুল হঠাৎ হাজির হয়ে বলে যাও যাও সবাই বাড়ি যাও এখন আমি বিয়া করুম। বিয়ার আবার যে ইশ্টাইল!! বিয়ে করে নিজের ভাইয়ের বিয়ের মঞ্চে!! ভাইয়ের বিয়ে হইলো না কিন্তু নিজের তো হইলো। চুলবুল শালা যেন একটা আসল পুরুষ। চান্স পাইলেই নিজের হাবাগোবা ভাইরে ধইরা পিটায়। এটাই এই মুভির একশান।

এইভাবেই চলতে থাকে। সবশেষে যা হওয়ার তাই হয়। চুলবুল Vs ছেদীর যুদ্ধ। তারপর ভাইয়ের সাথে মিল। মুভিটির দুজনকে বেশ ভালো লেগেছে।

একজন হলো Sonu Sood । এখানে খল চরিত্রে অভিনয় করলেও দেখেই যেন মনে হয় সহজেই একটি Action Movie’র নায়ক হতে পারে। অপরজন হলো Sonakshi। খুবই রুপবতী এক নায়িকা। আশা করা যায় ভবিষ্যত বেশ উজ্জ্বল।

Salman কে একটুও ভাল লাগে নাই। অনেকে মুভিটিকে Wanted এর সাথে তুলনা করলেও Wanted মুভিটি এর চেয়ে অনেক গুণে আনন্দদায়ক। কোন মুভিতেই নায়ক কখনোই চুলবুলের মতো ফালতু না। সংগীত মোটেও ভাল নয়। Arbaaz Khan আমার মতে বেশ Talented Actor কিন্তু এধরণের মুভি না করাই ভালো তবে অবশ্য প্রযোজক তিনি নিজেই।

পরিচালক Abhinav Khashyap কে আরো অনেক কিছু শিখতে হবে নিজের ভাইয়ের কাছাকাছি যেতে। সবচেয়ে হাস্যকর ছিল Background Score। মাঝেমাঝেই Dark Knight এর Sound শুনতে পাওয়া যায়। বুঝলাম ইন্ডিয়ান মাসালা মুভি। কিন্তু সব মুভিতেই কিছু না কিছু থাকে যেটাকে প্রশংসা করা যায়।

এই মুভিতে কিছুই নেই। এক কথায় পুরাই ফাউল। রেটিং – ০/৫

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.