আমাদের কথা খুঁজে নিন

   

এত হরতাল----- ভাল আর মন্দ

ভাল লাগে মানুষকে সৃস্টিকে প্রকৃতিকে হরতাল হরতাল শুনতে শুনতে আর শুনতে ইচ্ছে করেনা । হরতাল না হলেও কেমন যেন হরতালই মনে হয় দিনটিকে । কোন কাজ হচ্ছেনা, কিছুই হচ্ছেনা শুধুমাত্র হরতালের কারনে--- এত হরতাল সবকিছুই যেন থমকে রয়েছে--গতিবিহীন চলার পথ--পথ আছে জনমানবের বিচরন নেই--প্রান নেই চাঞ্চল্য নেই--এভাবে কি জীবন চলে???? ভাল লাগে একটি ভোর বেলা হরতালের দিনে মেয়েকে সজাগ করে স্কুলে নিতে হয় না কিন্তু সাপ্তাহিক ছুটির দিনে শান্তি নেই--স্কুলে নিতেই হয় । হরতাল মানেই সহিংস, হরতাল মানেই ধবংসযজ্ঞ, হরতাল মানেই প্রাণহানী, হরতাল মানেই যন্ত্রনা আর অশান্তি সাথে মারামারি । হরতালের শিকড়সহ সব প্রজাতি বাংলাদেশ থেকে বঙ্গপসাগড়ে আর ভারত সাগড়ে ভেসে যাক প্রলয়ংকরী মহাসেন এর সাথে--- আর ফিরে না আসুক, মানুয়ের যন্ত্রনা মুছে যাক চিরতরে----- এত হরতাল--- কার ভাল লাগে??????? অলস মানুষ অনেকের হয়তো ভাল লাগবে, সুযোগ সন্ধানী অনেকের ভাল লাগবে কিন্তু সেটা মন্দের ভাল লাগারই নামান্তর মাত্র ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।