আমাদের কথা খুঁজে নিন

   

তোর হাসিটা বাঁকানো

আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!

তোর হাসিটা সরল নারে একটু খানি বাঁকানো তবু আমার চোখ থাকে তোর হাসির দিকে তাকানো নির্ভরতা কম থাকে তোর টানা চোখের ভাষাতে তবু আমার মন সারাক্ষন তাকে তোরই আশাতে তোর বলা সব কথা গুলো কেমন যেন খাপছাড়া মনটা তবু তোকেই ভাবে দিন রাত পরিমাপ ছাড়া আমায় নিয়ে তুই কি ভাবিস আমার সেটা নাই জানা ভাবনাটা তোর যা খুসি হোক সত্যি এটা, আমার দু চোখ কাউকে না আর খুজবে তোকেই আমার শুধু তাই জানা ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।