আমাদের কথা খুঁজে নিন

   

তুমি এসেছিলে এই দিনে



তুমি এসেছিলে এইদিনে ক্ষণিকের বসুন্ধরায় কোন এক শুভক্ষণে। কেঁদেছিলে তুমি হেসেছিল ধরণী তোমার দরশনে অপার বিস্ময়ে মুগ্ধ জননী; হে অভিমানীনি স্বপন চারিণী! করি আনন্দগানে কলতানে বিষাদে তুমি সুধা ঢালো হটিয়েছো অন্ধকার করেছো আলোয় আলো। তোমার আলোয় আলোকিত যেন বিশ্ব তোমার ঐ বদন খানি এ ধরণীর সেরা দৃশ্য! স্নিগ্ধ করো ,পবিত্র করো ,মুগ্ধ করো আমারে আমাদেরে হে অপরূপা বহ্নি তুমি আপন করো । তুমি এসেছিলে এইদিনে ক্ষণিকের বসুন্ধরায় কোন এক শুভক্ষণে ধরনী চেয়েছিল বুঝি মুগ্ধ মনে । ---------------------------------------------- সুপ্রিয় ব্লগার শায়মার জন্মদিনে ।তার উদ্দেশ্যে নিবেদন। তার সর্বাঙ্গীন মঙ্গল কামনায় সেলিম আনোয়ার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।